আমাদের কথা খুঁজে নিন

   

সকাল বেলার কবিতা , রাস্তায় আসতে একটু কষ্ট হলেও কবিতাটি মন ভালো করে দিল ..

শিক্ষানবিশ বলছি তাল বেতার হরতাল এক দুই তিন কোন সে ওঝা মন্ত্র ফুঁকে বাজিয়ে গেলো বীণ! চলছে দেশ তাল বেতাল আমজনতার উঠছে ছাল হরতাল হরতাল চলবে তিন দিন। চার পাঁচ ছয় লাশের পরে লাশ পড়ছে পাচ্ছে তারা জয়! তারা নেতা সবার মাথা আমজনতার ঠিক বিধাতা কর্ম যতো হোক না যা তা নেইতো তাদের ভয়! সাত আট নয় পুলিশ সকল ‘ফুলিশ’ হয়ে ঘেরাও দিয়ে রয়! আমজনতা দেখেছে সবই ধারণ করে রাখছে ছবি সাক্ষী আছে চন্দ্র রবি সময় কখন হয়? এবার এলো দশ যতোই চলুক কায়দা কানুন কেউ হবে না বশ! রাখছি বলে সেই যে কথা এই জনতা হেই জনতা সময়ে এলে যথাতথা ঠিক দেখাবে; ঠিক দেখাবে আমজনতার যশ। সব মিলিয়ে এক ঘোলাটে অবস্তা । দিশেহারা মানুষ, অলস পুলিশ , পাল্টাপাল্টি দোষারোপ , হরতালের হুমকি, গণতান্ত্রিক মানুষ , অগণতান্ত্রিক ভাবনা সরি, অতি গণতান্ত্রিক ভাবনা, প্রধান দুই দলের মুখোমুখী অবস্থান , কারও পোড়া দেহ কারও কবরস্থান, কেউ বিদেশে কনফারেন্সে কেউ ঘরে বসে রিমোট হাতে , যাহোক, শুভ সকাল ...... বিস্তারিত Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.