উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
চট্টগ্রাম থেকে গৃন লাইন এ এসে রাজার বাগে নেমেছি। তখনও পুরোপুরি ভোর হয়নি বিধায় ভেতরে বসে ছিলাম আর ভোরের অপেক্ষা করছিলাম। কিন্তু ভেতরে এসি কাজ না করা বেশ গরম লাগছিল, তাই বাইরে রাস্তায় ভোর থেকে সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম। রিকসায় এক মেয়ে "ঐ ট্যক্সি টাকে থামাও" বলে চিৎকার করছিল। সুজুকি মারুতি ট্যক্সি, একটু জোড়েই যাচ্ছিল।
সম্ভবত মহিলার হাত ব্যগ ছিনিয়ে নিয়ে গেছে। সবাই তাকিয়ে রইল।
মিনিট পাচেক পরেই সেই সুজুকি মারুতি ট্যক্সিকেই সম্ভবত দেখলাম, আরেকটি মহিলার হাত ব্যগ ছিনিয়ে নিল। ড্রাইভারের পাশে বসা যাত্রীবেশী ছিনতাইকারী। সম্ভবত মহিলার হাত ব্যগ বাইরের দিকে ঝুলছিল।
একজন হলুদ ট্যক্সি ড্রাইভার তাকে অনুসরন করে পাকরাও করার চেষ্টা করল। কিন্তু পারল না।
সুতরাং সম্মানিত মহিলা রিকসা যাত্রীদের সাবধানতা অবলম্বন করার অনুরোধ করছি। রিকসায় বসার সময় হাত ব্যগ সামলে রেখে/ভেতরের দিকে রেখে বসবেন এবং পেছন থেকে আগত ট্যক্সি ইত্অাদির দিকে খেয়াল রাখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।