আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল এলো যেভাবে

হরতাল হরতাল হরতাল আমাদের দেশে একটি অতি পরিচিত একটি শব্দ। হরতাল পরিচিত শব্দ হলেও এটা আমাদের দেশী শব্দ নয়। হরতাল এটি গুজরাটি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে বিক্ষুদ্ধ প্রতিবাদ ও সামাজিক কর্মবিরতি। মহাত্বা গান্ধীর মাতৃভাষা ছিল গুজরাটি।

তিনি কর্মজীবনের প্রাথমিক অবস্থায় দক্ষিন আফ্রিকার আইন ব্যবসাকালে প্রবাসী ভারতীয়দের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানেই তিনি ভারতীয় এবং স্থানীয় কালো আসামীদের পক্ষে শ্বেতাঙ্গ শাসক ও শোষকদের বিরুদ্ধে তখন হরতাল ঘোষনা করেন। ভারতীয় উপমহাদেশের প্রথম হরতাল পালিত হয় ১৮৯৯ সালের ৯ এপ্রিল। ইংরেজী সৈনিকদের দ্বারা পান্জাবে বেপরোয়া জুলুম ও নরহত্যার প্রতিবাদে গোটা ভারতবর্ষে সে হরতাল পালিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুরু হয় হরতাল।

বর্তমানে হরতাল এর প্রয়োজনীয়তা, ব্যবহার উপযোগিতা, সংশোধন, সংস্করণ, পরিমার্জন নিয়ে অনেক আলোচনা, সমালোচনা চলছে। তাই হরতাল এর কী পরিনতি হয়, তা দেখার অপেক্ষায় থাকলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.