বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই। "খাদ্য গ্রহণের সময় কথা বলা নিষেধ" খাদ্য গ্রহণের সময় কথা বলা নিষেধ বা কথা না বলা উচিত অর্থে যা কিছু বলা হয় সবই বানোয়াট। শুধু বানোয়াটই নয়, সহীহ হাদীসের বিপরীতও। বিভিন্ন সহীহ হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীগণ খাদ্য গ্রহণের সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন ও গল্প করতেন। (দেখুন সাখাবী, আল-মাকাসিদ, পৃঃ ৩২৫; মোল্লা কারী, আল আসরার, পৃঃ ১৭৪; আল-মাসনূ'য়, পৃঃ ১০৩-১০৪; যারকানী, মুখতাসারুল মাকাসিদ, পৃঃ ১৫০) "খাদ্য গ্রহণের সময় সালাম দেয়া নিষেধ" প্রচলিত ধারণা হলো খাওয়ার সময় সালাম দেওয়া ঠিক না। বলা হয়ঃ "খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া হবে না" সাখাবী, মোল্লা কারী ও আজলূনী বলেন, হাদীসের মধ্যে এই কথার কোনো অস্তিত্ব নেই। তবে যদি কারো মুখের মধ্যে খাবার থাকে, তাহলে ঐ মুহুর্তে তাকে সালাম না দেয়া ভাল। এই অবস্থায় কেউ তাকে সালাম দিলে তার জন্য উত্তর প্রদান করা ওয়াজিব হবে না। (দেখুন সাখাবী, আল-মাকাসিদ, পৃঃ ৪৬০; মোল্লা কারী, আল আসরার, পৃঃ ২৬৫; আল-আজলূনী, কাশফুল খাফা ২/৪৮৮; যারকানী, মুখতাসারুল মাকাসিদ, পৃঃ ২০৩) --------------------------------------------- "হাদীসের নামে জালিয়াতি" ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর পি-এইচ. ডি (রিয়াদ), এম. এ. (রিয়াদ), এম. এম. (ঢাকা) সহযোগী অধ্যাপক, আল-হাদীস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।