আমাদের কথা খুঁজে নিন

   

Arts Therapy শব্দগুচ্ছের ইতিহাস :

বাংলাদেশের চিকিত্‍সা সেবায় শিল্পকলার তাত্বিক ও ব্যবহারিক গুরুত্বের স্বরূপ নির্ণয় ১৭৯০ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ফ্রান্সে সর্বপ্রথম মনোবৈকল্য উপশমের লক্ষ্যে একটি প্রতিষ্ঠান তৈরী করা হয় যেখানে চিকিত্‍সা প্রক্রিয়া ছিলো নৈতিক চিকিত্‍সা পদ্ধতির ভিত্তিতে। ১৯৪০ সালের দিকে শিল্প চিকিত্‍সা একটি আলাদা ক্ষেত্র হিসেবে বিকশিত হয়। ১৯৭০ থেকে ১৯৮০ সাল- এ সময়ে শিল্প চিকিত্‍সা উল্লেখযোগ্যভাবে প্রতিষ্ঠা পায় চিকিত্‍সা সেবা পরিমন্ডলে। এ সময় শিল্প চিকিত্‍সকগণ মানসিক স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল সেন্টার, দিন চিকিত্‍সা প্রোগ্রাম(Day Treatment Program), মাদক নিরাময় কেন্দ্র ইত্যাদি প্রতিষ্ঠান তৈরিতে ব্রত হন। আদ্রিয়ান হিল (Adrian Hill) নামক একজন শিল্পী, যিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ১৯৩৮ সালের দিকে একটি হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন। তিনি হাসপাতালে চিকিত্‍সাকালীন সময়ে অসুস্থ'দের জন্য শিল্পকলার চিকিত্‍সা সম্পর্কিত মূল্য(Therapeutic Value) উপলব্ধি করেন। তিনি সুস্হ' হবার পর সেই হাসপাতালেই রোগীদের শশ্রুষার জন্য কাজ শুরু করেন। তিনি আমৃত্যু (১৯৬০ সাল পর্যন্ত ) শিক্ষার সাথে শিল্প চিকিত্‍সার শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করে যান। আদ্রিয়ান হিল হলেন শিল্প চিকিত্‍সা বা Arts Therapy শব্দগুচ্ছের প্রবক্তা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।