আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে শিল্প চিকিত্সার (Arts Therapy) অতিজরুরী ক্ষেত্র সমূহ :

বাংলাদেশের চিকিত্‍সা সেবায় শিল্পকলার তাত্বিক ও ব্যবহারিক গুরুত্বের স্বরূপ নির্ণয় বাংলাদেশে অবস্থিত বিভিন্ন - * অটিজম সংস্থা; * শিশু-নারী-পুরুষ পূণর্বাসন কেন্দ্র; * জেলখানা ও শোধনাগার; * উন্মাদ চিকিত্‍সালয় ও হাসপাতাল; * মাদকাসক্ত পূণর্বাসন কেন্দ্র; * এতিমখানা ও বৃদ্ধাশ্রম; * প্রশমন সেবা কেন্দ্র; * শিশু সহায়তাকারী বিদ্যালয় সমূহ; * সাধারণ ও বিশেষায়িত হাসপাতাল; * কর্মক্ষেত্র (যেখানে অনেকজন একত্রে কাজ করে ) ইত্যাদি। এছাড়াও শিল্প চিকিত্‍সা সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টিভি বিজ্ঞাপন, বিজ্ঞাপন, পোস্টার, ডকুমেন্ট ফিল্ম, নাটক, সিনেমা, বায়োস্কোপ, টিভি কার্টুন ইত্যাদি তৈরী করা যেতে পারে। চিকিত্‍সা সেবায় জনসচেতনতামূলক প্রচারে শিল্পকলার ব্যবহার প্রসঙ্গে উদাহরণ স্বরূপ - বিহঙ্গ (বাংলা ডকুমেন্ট ফিল্ম), মিনা (টিভি কার্টুন), আজ রবিবার (বাংলা নাটক), তারে জামিন পার (হিন্দী সিনেমা) ইত্যাদি উল্লেখ করা যায়। হলিউডের ছবি দি রেইনম্যান- একজন অটিস্টিককে নিয়ে, মোজার্ট এন্ড দা ওয়াল- এসপারজার সিনড্রোমের (অটিজমের এক ধরন) এক বালক ও বালিকাকে নিয়ে, কিলার ডিলার- এক অটিস্টিক পিয়ানো বাদককে নিয়ে, দি বয় হু কোড ফ্লাই- এক অটিস্টিক টিন এজারকে নিয়ে, মারকারি রাইজিং- ৯ বছরের এক জিনিয়াস অটিস্টিক বালক- যে বিভিন্ন কোড ভাঙতে পারে, ডেভিডস মাদার- এক অটিস্টিক বালকের মায়ের সংগ্রাম নিয়ে, এ ছাড়াও অসংখ্য সিনেমায় শিল্প চিকিত্সার উপর আলোকপাত করা হয়েছে। বলিউডের ছবি - মাই নেইম ইজ খান, এসপারজার সিনড্রোম নিয়ে তৈরি , এক অটিস্টিক কিশোরী নিয়ে টিভি সিরিয়াল - আপ কা অন্তরায় কৈশোরের বিভিন্ন সমস্যার দিকে আলোকপাত ও তার গভীরতা, সমাধানের উপায় নিয়ে তৈরী করা হয়েছে। ***(অনুচ্ছেদের তথ্য সংগৃহীত )  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.