আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সাবেক এপিএস দুইখান হেলিকপ্টারে বরযাত্রী ও নববধূসহ ফরিদপুর ??

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সাবেক এপিএস এমনই এক ভাগ্যবান ব্যক্তি। হেঁজিপেঁজি নন তিনি, গোল্ডেন জিপিএ পাওয়া ভাগ্যবান। কথায় বলে, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। ওই ভদ্রলোক ছিলেন ছাত্রনেতা। কোন সংগঠনের? — আন্দাজ করে নিন পাঠক।

সমঝদারকে লিয়ে ইশারায়ে কাফি। তো, তিনি চটজলদি সংবাদের শিরোনাম হয়েছেন। উপলক্ষ তার বিবাহ। ঢাকা থেকে দুইখান হেলিকপ্টারে বরযাত্রী ও নববধূসহ ফরিদপুর গেছেন তিনি। বৌয়ের মাথায় যে মুকুট ছিল, তা ১০০ ভরি সোনায় নির্মিত।

সেঞ্চুরিয়ান। এক ভরি সোনা আজকাল বিকোচ্ছে ৬০ হাজার টাকায়। ইকোয়েল টু ৬০ লাখ টাকা। খানাপিনাও ছিল ধুম। যাহা তাহা কথা না রে ভাই, ১০ হাজার লোকের ভূরিভোজ।

খানাপিনা বাবদ গেছে ৩০ লাখ টাকা। আনুষঙ্গিক খরচাপাতি তো আরও অনেকই আছে। সব মিলিয়ে কোটি টাকার নিচে না। আমরাও বলি, টাকা-পয়সা হচ্ছে গিয়ে হাতের ময়লা। বিবাহ উপলক্ষে কত কিছু হলো।

হবেইবা না কেন? ধুমধাম হলো, কাড়ানাকাড়া বাজল। সাঁই সাঁই হেলিকপ্টার উড়ল। তাল তাল সোনাদানা বিক্রিবাট্টা হলো। ধুম খানাপিনা ভোজনরসিকরা তারিয়ে তারিয়ে উদরস্থ করলেন। বিয়ের খাওয়া বলে কথা! অনেকে এসব দৃশ্য-ঘটনা উপভোগ করলেন আরামসে।

কত সহজেই না ওই সাবেক এপিএস জাতীয় আড্ডা/আলোচনা/বিতর্কের বিষয়বস্তুতে পরিণত হতে পারলেন। কে বলে বাংলাদেশ গরিব দেশ? কে বলে বাঙালি ফুটানি করতে জানে না? এই যে কোটি টাকা ব্যয়িত হলো—এর উত্স কি কেউ জানে না। দুদক তো অন্য কাজে (বিরোধী দল ঠেঙানো) ব্যতিব্যস্ত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।