আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্টফোনের বাজারে উঠে আসছে এলজি

স্মার্টফোনের বাজারে আধিপত্য বাড়ছে দক্ষিণ-কোরীয় প্রতিষ্ঠানগুলোর। হাই এন্ড বা দামি স্মার্টফোন বিক্রির দিক থেকে সম্প্রতি বাজারের তৃতীয় অবস্থানটি দখল করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের নাম বলতে বললে অনেকেই চোখ বন্ধ করে অ্যাপল আর স্যামসাংয়ের নাম বলে ফেলবেন। কিন্তু স্মার্টফোন বিক্রির দিক থেকে তৃতীয় অবস্থানটি কোন প্রতিষ্ঠানটির?
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে আধিপত্য রয়েছে অ্যাপল ও স্যামসাংয়ের।

স্মার্টফোন বাজারের ৭২ শতাংশের বেশি এ প্রতিষ্ঠান দুটির দখলে। বাজারে তৃতীয় অবস্থান নিয়ে লড়াই চলছে এলজি, সনি, এইচটিসি, জেডটিই, ব্ল্যাকবেরির মধ্যে। তবে প্রথমবারের মতো স্মার্টফোনের বাজারে তৃতীয় স্থানে উঠে এসেছে এলজি। চতুর্থ অবস্থানটি এইচটিসির দখলে। ২০১২ সালের চতুর্থ প্রান্তিকের হিসাব অনুযায়ী, এলজি স্মার্টফোন প্রায় ৩ দশমিক ২ শতাংশ বাজার দখল করেছিল।


গবেষকেদের তথ্য অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনের বাজার ২২৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এ বাজারে এলজির উঠে আসার ক্ষেত্রে কাজ করেছে ৫ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ‘অপটিমাস প্রো’ স্মার্টফোনটি। বাজার গবেষকেরা বলছেন, চলতি বছরেও মোশন কন্ট্রোল, আইট্র্যাকিং প্রযুক্তির নতুন স্মার্টফোন এলজিকে স্মার্টফোনের বাজারে চাঙা থাকতে সাহায্য করবে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.