গার্টনারের তথ্যমতে, বিশ্বব্যাপী মোবাইল ফোনের বিক্রি মোট ৪৩ কোটি ৫০ লাখ সেট , যেখানে স্মার্টফোনের বিক্রি গণনা করা হয়েছে ২২ কোটি ৫০ লাখ। গত বছরের চেয়ে এ বছরের একই সময়ে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৪৬.৫ ভাগ। অন্যদিকে বেসিক মোবাইল ফোন বিক্রি হয়েছে মোট ২১ কোটি, যা গত বছরের তুলনায় ২১ ভাগ কম।
স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এশিয়া, ল্যাটিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোতে।
গার্টনারের প্রধান গবেষক আনশুল গুপ্ত বলেছেন, “২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মোবাইল ফোন বিক্রির ৫১.৮ ভাগই ছিল স্মার্টফোন। যার ফলে স্মার্টফোন প্রথমবারের মতো ফিচার ফোনের বিক্রিকে টপকেছে স্মার্টফোন।”
বেসিক ফোনগুলো কম ফাংশন প্রদর্শন করে এবং এগুলোর দামও কম। অন্যদিকে স্মার্টফোনকে সংজ্ঞায়িত করার যায় এর অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের সঙ্গে যুক্ত করার ক্ষমতার মাধ্যমে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।