বিশ্ববাজারে স্মার্টফোনের দাম ক্রমশ কমছে। বিশ্বের যে দেশগুলোতে স্মার্টফোনের চাহিদা বাড়ছে সেখানে স্মার্টফোন নির্মাতারা নিজেদের ব্র্যান্ডের প্রচারণার জন্য কমদামের স্মার্টফোন বাজারে ছাড়ছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকরা বলছেন, স্মার্টফোনের দাম কমার ধারা অব্যাহত থাকবে। আইডিসির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে স্মার্টফোনের গড় দাম কমবে ১২.৮ শতাংশ। ২০১২ সালে স্মার্টফোনের গড় দাম ৩৮৭ মার্কিন ডলার থাকলেও এ বছর তা ৩৩৭ মার্কিন ডলারে এসে দাঁড়াবে। আইডিসির বাজার বিশ্লেষকেরা আশা করছেন, স্মার্টফোনের ক্ষেত্রে বর্তমান দাম কমার ধারা অব্যাহত থাকলে নতুন ক্রেতারা ফিচার ফোনের তুলনায় আরও বেশি করে কম দামের স্মার্টফোন কিনতে আগ্রহী হবেন। আইডিসির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে এশিয়া অঞ্চলে একটি স্মার্টফোনের গড় দাম ২৬২ মার্কিন ডলার যা ২০১৭ সালে ২১২ ডলারে এসে দাঁড়াতে পারে। এশিয়া অঞ্চলে সবচেয়ে বেশি বিক্রি হবে সাশ্রয়ী দামের স্মার্টফোন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।