আমাদের কথা খুঁজে নিন

   

প্লিজ! আমাদেরকে বাঁচান!

সকল মানুষকে আল্লাহ তা"য়ালা পরিপূর্ণভাবে দ্বীন বুঝার এবং পালন করার তৌফিক দিন। প্রিয় মুসলিম মা বোনেরা আমার আসসালামু আলাইকুম আমরা মুসলমান। আমরা পরকাল বিশ্বাস করি। আখিরাত বিশ্বাস করি। মৃত্যুর পর আর এক জীবন আছে এবং সেই জীবনে আমাদের সকল কাজের হিসাব দিতে হবে বিশ্বাস করি।

প্রিয় মা বোনেরা আমার। আমি যে কথাগুলো বলছি আমরা সবাই তা জানি, কিন্তু এর পরও বলার উদ্দেশ্য হল পুনরায় স্মরণ করা। নামাজ পড়া যেমনি ফরজ, তেমনি পর্দা করাও ফরজ। পর্দা শুধু মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যও সমান ভাবে ফরজ। পার্থক্য শুধু পোশাক পরার এবং শরীরের কতটুকু ঢাকতে হবে এর মধ্যে।

প্রিয় মা বোনেরা আমার। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু পর্দার ক্ষেত্রে কিছুটা শিথিলতা করি। মিডিয়া আমাদেরকে আধুনিকতার নামে নগ্নতা ও বেহায়াপনার দাসত্বে পরিনত করছে। একটু গভীর ভাবে চিন্তা করলে দেখবেন যে মিডিয়াই নারীকে সস্তা জিনিসে পরনত করছে, বানিয়েছে ভোগের পণ্য। অথছ ইসলাম নারীকে সম্মানের সুউচ্চ আসনে বসিয়েছে।

মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত ঘোষণা করেছে। বাবার চেয়ে সন্তানের কাছে মায়ের অধিকার তিনগুন দিয়েছে। প্রিয় মা বোনেরা আমার। পশ্চিমাদের নারী স্বাধীনতার দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে তারাই সবচেয়ে বেশী নির্যাতিত এবং সেখানেই প্রতিদিন হাজার হাজার মা বোন ধর্ষিতা হচ্ছে। ফলে সেখানে নারীদের ইসলাম গ্রহণের পরিমান দিন দিন উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে।

প্রিয় মা বোনেরা আমার। দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যা করব সে অনুসারে আখিরাতে রেজাল্ট পাব। এখানে যদি আমরা শয়তানের পাল্লায় পরে ভুল পথে চলি, তাহলে সে ভুল শোধরানোর আর কোন উপায় থাকবেনা। আচ্ছা-প্রিয় বোনটি আমার।

যদি আমার অফিসের একটি ড্রেস কোড থাকতো এবং সেই ড্রেস কোডটা যদি পর্দার ড্রেসের মত হত তাহলে কি আমরা পালন করতামনা? নিঃসন্দেহে পালন করতাম। আমাদের জীবনটা কত দিনের। ৬০/৭০/৮০ কিংবা ১০০ বছরের। আখিরাতের অসীম সময়ের তুলনায় এটা একটা চোখের পলকেরও সমান না। এই ক্ষণিক সময়ের একটু সুখের জন্য যদি এত ত্যাগ স্বীকার করে অফিসের ড্রেস কোড ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক যদি পুরাপুরি মেনে চলতে পারি, তাহলে ঐ অনন্ত আখিরাতে চিরস্থায়ী সুখের জন্য পর্দা পালন করাটা জরুরী কিনা এটা আপনার মূল্যবান বিবেকের উপর ছেড়ে দিলাম।

প্রিয় মা বোন আমার। আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি শুধু এটা চাই যে আমি সহ সবাইকে আল্লাহ তায়ালা ইসলামকে পুরাপুরি বুঝে পালন করার তৌফিক দিন। আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.