আজ আছি, কাল নেই। সবই সময়ের খেলা। এরই মাঝে আমরা খাই কতই না ঠেলা ... ভাই একটু আগে, আজব এক ছিনতাই ঘটনা ঘটল। কিন্তু ভাগ্য ভাল, কোন খারাপ কিছু ঘটে নাই আল্লাহ রহমতে। চলন্ত সি.এন.জি. এর পিছনে উঠে, উপরের কভার কেটে, আমার ল্যাপটপের ব্যাগ, আমার হাতের মোবাইল নিয়েটানাটানি শুরু করল। প্রায় ৫ মিনিট পারাপারি করার পর, সে চলন্ত সি.এন.জি. থেকে লাপিয়ে পড়ে গেল। আমার ৬ বছরের ঢাকা জীবনে এটা প্রথম ছিনতাই এর কবলে পড়া। আমার একটা জিনিসই অবাক লাগে, পিছনে কি কোন গাড়ি ছিল না, কেউ কি এমন একটা কান্ড বুঝে নাই!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।