আজকাল প্রাই পত্র-পত্রিকায় এবং সোশিয়াল মিডিয়াগুলোতে দেখা যায় যে বেশ কিছু হাইএন্ড এন্ড্রয়েডসেট আসছে কিংবা এসেছে। কিন্ত প্রকৃতপক্ষে বাজারে গেলে ওই সমস্ত হেন্ডসেট পাওয়া যায়না কিংবা পাওয়া গেলেও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। যেমন গত ডিসেম্বর মাসে মাইক্রোম্যাক্সের ক্যানভাস ২ (এ ১১০) টির বিজ্ঞাপন দেখে কেনার জন্য আগ্রহী হয়ে উঠি। কিন্ত হায় বাজারে ১৫হাজার টাকার হেন্ডসেট বিক্রি হচ্ছে ২১হাজার টাকায়। এক দোকানদারের সাথে আমার বিশেষ খাতির থাকায় ১৭হাজার টাকায় পাওয়া গেল।
কিন্ত এ কোম্পানির এইচ,ডি ভার্সন (এ ১১৬) ত স্বপ্নে দেখাও পাপ।
যাই হোক, এত গেল মাইক্রোম্যাক্সের কাহানী। বেশকদিন ধরেই ওয়াল্টনের প্রাইমো এন১ ও আসছে আসছে। নতুন করে প্রাইমো এক্স১ মুলা দেখাচ্ছে।
যাইহোক এতো হতাশার মধ্যে সিম্ফনি ও আলো দেখাচ্ছে ডবলু ১২৫ মডেল দিয়ে।
এটি আশার আলো নাহয়ে মূলা যেন না হয় সেই প্রত্যাশাই রইলো।
একটা কথা আমার জানতে ইচ্ছে করে যে, দোকানদার ইচ্ছে করে কৃত্রিম সংকট তেরি করছে, নাকি হেন্ডসেট কম্পানিগুলো কম মূল্যে তৈরি করে পুষাতে পারছে না? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।