বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
শ্রীলংকার মধ্যাঞ্চলে একটি মসজিদের ওপর হামলার পর স্থানীয় মুসলমানরা শুক্রবারের নামাজে যোগদান থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে।
ডাম্বুলা শহরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শ্রীলংকার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের প্রায় দু হাজার মানুষ মসজিদটি ভেঙে ফেলার দাবিতে মসজিদের বাইরে বিক্ষোভ করেছে।
মসজিদ থেকে সব নামাজীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জুমার নামাজ বাতিল করে দেওয়া হয়েছে।
মসজিদ লক্ষ্য করে ছোঁড়া পেট্রলবোমায় কেউ আহত হয়নি এবং ক্ষতির পরিমাণও বলা হচ্ছে অল্প।
ডাম্বুলার মসজিদটি প্রায় ৫০ বছরের পুরোন।
এলাকার বৌদ্ধ ভিক্ষুরা ঐ মসজিদটি বন্ধ করে দেবার দাবিতে শুক্রবার বড়ধরনের বিক্ষোভের আয়োজন করেছিলেন।
এই বিক্ষোভের ঠিক আগেই মসজিদ পরিচালনা বোর্ডের একজন সদস্য বিবিসিকে বলেন মসজিদ লক্ষ্য করে গভীর রাতে পেট্রলবোমা বা ওইধরনের কোনো বোমা ছোঁড়া হয়।
ঘটনায় কেউ আহত হয় নি এবং মসজিদের বড়ধরনের কোনো ক্ষতিও হয় নি।
এর আগে পুলিশ এ সপ্তাহে জুমার নামাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল। কিন্তু স্থানীয় নামাজীরা জানিয়ে দেন যে জুমার নামাজ বাতিল করা সম্ভব নয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বহু বৌদ্ধ মনে করেন ডাম্বুলা তাদের জন্য পবিত্র শহর এবং দেশের এই অঞ্চলে সাম্প্রতিক কয়েক মাসে সম্প্রদায়গত উত্তেজনার ঘটনা ঘটেছে।
গত সেপ্টেম্বর মাসেই ডাম্বুলার অদূরে অনুরাধাপুরায় একজন বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্বে জনতা মুসলমানদের একটি মাজার ভেঙে ফেলে।
-- বিবিস বাংলা।
Tense situation in Dambulla
FRIDAY, 20 APRIL 2012 17:34
ension prevailed in Dambulla town today when Buddhist monks and residents staged a protest demanding that the Dambulla Sacred Area Development Project be implemented without further delay.
The protestors demanded that unauthorized structures including non-Buddhist places of worship be moved out of the proposed sacred area.
Protestors led by the Ven. Inamaluwe Sri Sumangala Thera, Ven. Akmeemana Gunaratana Thera, and Pallewela Hemaratana Thera gathered at the Rangiri Dambulu Uyanwatta Rajamaha Vihara Grounds and later marched to the Kandalama Junction.
Central Province DIG D.M.M.G.B. Peramune who arrived at the scene informed the protestors that unauthorized structures would be removed before Monday. Dambulla Divisional Secretary Lakshmi Hewapathirana told protestors that several buildings at the site were unauthorized structures. The protestors dispersed following the assurances by the two officials. ( Kanchana Kumara Ariyadasa )
na Kumara Ariyadasa )
ডেইলি মিরর অনলাইন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।