এবার তোরা মানুষ হবি facebook.com/tabassumDorshon
শিক্ষক সমিতির অহেতুক ধর্মঘটের প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার দুপুরে ১টা থেকে দেড়টা পর্যন্ত ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার থেকে শিক্ষক সমিতি এ ধর্মঘট শুরু করে। মনববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ১ ও ২ জানুয়ারি কুয়েটের অমর একুশে হলের বার্ষিক প্রীতিভোজকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক জড়িত ছাত্রদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। শাস্তিপ্রাপ্ত ছাত্রদের মাঝে একজন ছাত্র বাদী হয়ে চারজন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। যা’ সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু বর্তমানে কুয়েট শিক্ষক সমিতি বার বার এই মামলা প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অযৌক্তিকভাবে চাপ প্রয়োগ করছে এবং দাবি মানা না হলে তারা পূর্ণ দিবস সকল প্রকার একাডেমিক কাজ থেকে বিরত থাকার ঘোষণা দেন। ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায়ও বিশ্ববিদ্যালয় দীর্ঘসময় বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা সেশন জটের সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় শিক্ষক সমিতির এহেন কর্মসূচি শিক্ষার্থীদের সেশন জট বাড়াবে এবং তাদের শিক্ষা জীবন প্রলম্বিত হবে। এমন আশংকায় কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক সমিতির এ ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষা জীবন নিশ্চিত করার দাবি জানান।
বিস্তারিত সঙ্গে থাকুন
কুয়েটে শিক্ষাক- শিক্ষার্থীদের পাল্টা পাল্টি কর্মসূচী। ক্যাম্পোসে উত্তেজনা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।