চার দফা দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট চলছে বলে জানিয়েছেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন ছাত্রনেতা গত বছরের ১ জানুয়ারি ক্যাম্পাসে শিক্ষককে লাঞ্ছিত করেন। এছাড়া এবছর তারা পুরকৌশল বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ব্লগ ও ফেইসবুকে অশালীন মন্তব্য করেন, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ক্যাম্পাসে আপত্তিকর শ্লোগান দেন এবং তড়িৎ ও ইলেকট্রনিক্স বিভাগের এক শিক্ষকের গাড়ি ভাঙচুর করেন।
তিনি বলেন, শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশসহ সকল ঘটনায় দোষীদের শাস্তি না হলে ধর্মঘট চলবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, অভিযুক্ত পাঁচ ছাত্রকে শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
তবে, ওই ছাত্ররা হাই কোর্টে আপিল করার পর শাস্তির বিষয়টি স্থগিত হয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।