আমাদের কথা খুঁজে নিন

   

সুরা ফা -তির (মক্কাবতীর্ন)

আয়াত-৫-৯ হে মানব মন্ডলী! আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, অতএব, এই পার্থিব জীবন যেন তোমাদিগকে ধোকায় ফেলিয়া না রাখে। এবং প্রতারক শয়তান যেন তোমাদিগকে আল্লাহর সম্বন্ধে ধোঁকায় ফেলিয়া না দেয়। নিঃসন্দেহে এই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রুই মনে করিতে থাক; সে নিজের দলকে তো কেবল এই জন্যই আহবান করে, যেন তাহারা দোযখীদের অন্তরভূক্ত হইয়া যায়; যাহরা কাফের হইয়া গিয়াছেতাহাদের জন্য কঠোর শাস্তি রহিয়াছে: আর যাহরা ঈমান আনিয়াছে এবং উত্তম কার্য করিয়াছে , তাহাদের জন্য ক্ষমা এবং মহান প্রতিদান রহিয়াছে। তবে কি এইরুপ ব্যক্তি যাহার মন্দ কার্য তাহাকে সুশোভন করিয়া দেখান হইয়াছে , অনন্তর সে উহাকে উত্তম কার্য বলিয়া মনে করিতেছে; আর সেই ব্যক্তি- যে মন্দ কে মন্দ বলিয়া মনে করে, কখনও সমান হইতে পারে? বস্তুত আল্লাহপাক যাকে ইচ্ছা গোমরাহ করেন এবং যাকে ইচ্ছা হেদায়াত করেন, অতএব তাহাদের জন্য আফসোস করিয়া যেন্ আপনার প্রাণ না যায়, নিশ্ছয় আল্লাহ তাহাদের কৃতকর্ম সমূহ সম্বনেধ অবহিত আছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.