মমমমমম
না কিছু আর লিখতে ভাল লাগে না আর কতদিন এই সব দেখব। আজ আমি তিনটা বিষয় লিখব।
১ সুরঞ্জিত দাদার কথা ও কাহিনি
২ ইলিয়াস আলী গুম
৩ জুনিয়র তাজ
১ সুরঞ্জিত দাদার কথা ও কাহিনিঃ আগে শুনতাম চোরের মার বড় গলা। আসলে চোরের মার বড় গলা সব দেশ এ এক হয় না। বড় বড় কেল্কেংকারি বড় বড় দেশ এ হয় তার বিচার ও হয়।
এনরনের মত কম্পানি দেঊলিয়া হয়ে যায়। এক্সন মবিল জরিমানা দেই। ব্রিটিশ মন্ত্রী পদত্যাগ করে কারন তার বন্ধুকে নিয়ে সে বেশি বিদেশ সফর করে। জার্মান প্রেসিডেন্ট পদ হারায় কারন বাড়ি কেনার জন্য জালিয়াতি করার অপরাধে। ইন্ডিয়াতে রেল দূঘটনার জন্য মন্ত্রী পদ হারায়।
আমার মাথা ছোট আমি বেশি বুঝি না। কিন্তু কিছু ব্যাপার আমার মাথায় আছে এটা কেবল আমার মাথায় না সারা বাংলাদেশের যুবকদের মাথায় আসে। আমি যদি অপরাধ করি তাহলে সে অপরাধ প্রশ্রয় দেবার জন্য আমার বাবা ও দায়ী হবে। রেল সারা বাংলাদেশ এ একটা অলাভজনক প্রতিষ্ঠান , আসলে তা না রেলকে কুরে কুরে শেষ করে দিতেছে কিছু মানুষ। দাদার যা করেছেন তা খুব ই ন্যাক্কার জনক ঘটনা।
কালো বেড়াল খুজতে যেয়ে সে পেয়েছ টাকার বস্তা। শেখ সাহেব পেয়েছিল চোরের খনি, আর আমরা পেয়েছি দাদা-মাম-বাবু দের যারা টাকার বস্তা নিয়ে পালায়। প্রথমে শুনলাম দাদা পদত্যাগ করেছেন ভাবলাম যে যাক এক বাচাল-মিথ্যুক বিদায় নিছে। কিন্তু না এক অদুশ্য ইশারায় দাদা টিকে গেলেন। রেল হারালেও মন্ত্রী আছেন।
দাদা বিবিসি কে বলেছেন যে প্রধান মন্ত্রী রুলস অফ বিজিনেস ক্ষমতাবলে তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে রেখে দিয়েছেন। তাহলে পদত্যাগ নাটকের কি দরকার ছিল? বাবু নাকি বলেছেন যে কলংক মুক্ত হয়ে ফিরে আসবেন। হ্যা সে ব্যবস্থাই করা হবে। তা নাহলে যে দাদাদের মুখ রক্ষা হবে না। যেমন আবুল ভাই বলেছেন টাকায় পাইনি তাহলে দূর্নিতি কিভাবে হয়।
দুদক দিয়ে সত্যায়িত করে নিছে যে আমি সুফি । আমার কোন পাপ নেই। তেমনি দাদ ও দুদক থেকে সত্যায়িত হয়ে আসবে তিনি পীরসাহেব তার কোন পাপ থাকতে পারে না সব সাজান নাটক তার বিরুদ্ধে। এই কারনে আজ তার পি, এস আদালত এ বলল যে টাকার সাথে বাবুর কোন সর্ম্পক নেই। সবই চক্রান্ত।
মানুষ এর লজ্জা বলে কিছু থাকতে হয় কিন্তু এই বেটার কিছু নেই থাকলে এতদিন বুঝতাম। আমরা আবার দেখব যে দাদা আবার কোন মন্ত্রনালয় পাবে আবার হাসবে , বলবে সবাই চোর আমি সুফি।
২ ইলিয়াস আলী গুমঃ বিনপি এর সাংসদ ইলিয়াস আলী কে খুজে পাওয়া যাইতেছে না । তার গাড়ী পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে। একটা অসুস্থ দেশেই কেবল এটা সম্ভব।
গাড়ীতে তার ও চালকের মোবাইল পাওয়া গেছে। টিভিতে তার স্ত্রীর কান্না ভেজা চোখ আর হাহাকার দেখে কার কেমন লাগবে জানি না। যদি তিনি সত্যি ই গুম হয়ে যান তাহলে ব্যাপারটা ভালো হবে না। কারন একটা দেশের আইন শূংখলা কতটা খারাপ হলে একজন সাংসদ গুম হতে পারে তা ভাবার বিষয়। মানুষ আজ়ীবন ক্ষমতায় থাকে না ব্রিটিশরা পারেনি, রুশরা, পারস্যরা, তূর্কিরা, কেউ পারেনি, এমনকি এক দল আজ়ীবন ক্ষমতায় থাকে না এটায় নিয়ম।
আজ যদি ক্ষমতাসীন দল বিরোধী দলকে এই গুম শিখায় দিয়ে যায় ভবিষ্যতে তাদের বড় নেতা গুম হয়ে গেলে কিছু বলার থাকবে না। তাই সময় থাকতে এসব বাদ দিন। কারন এর ফলাফল যে কেবল উপর মহলে থাকবে তা না সমাজ জুড়ে ছড়ায় যাবে। এর পর এক সময় মানুষ কিছু হলেই গুম বাহিনী দিয়ে তার অপছন্দের ব্যক্তিকে গুম করে দেবে। কেন দেবে? কারন গুম করতে করতে এই বাহিনীর সদস্যরা যে এক সময় টাকা নিয়ে গুম করবে না তার গ্যারান্টি কে দেবে? পুলিশের কাজ অপরাধীকে ধরা, গুম করা নয়।
সরকার শপথ নিছে জান-মাল এর নিরাপত্তা দেবার । সরকার কে মনে রাখতে হবে সে কেবল দলের সরকার নয়, ১৬ কোটি মানুষের সরকার।
৩ জুনিয়র তাজঃ জুনিয়র তাজ তার বাবার সম্মান রেখে চলেছেন। তিনি আসলেই একজন মানুষ শুধু রাজনিতিক না। তিনি সরকারকে প্রশ্ন করেছেন যে কেন তার একাউন্টে টাকা পাঠান নয় মন্ত্রী পদ থেকে অব্যহতি নেবার পরও।
হায়রে মানূষ একজন টাকার জন্য বস্তা নিয়ে হটছে এর তাজ ভাই টাকা ফিরায় দিচ্ছে। তার কাছ থেকে বুড়াদের শিক্ষা নেওয়া উচিত। এই না হলে তাজ এর ছেলে। আমরা চাই এই রকম র্নিলোভ নেতা আমাদের মাঝে আসুক । সুরঞ্জিত বাবু বয়স কম হল না এখন ও যদি কিছু না শেখেন তাহলে তাজ এর কাছ থেকে শিখে আসুন সে টাকা নিবে না।
আমি যে লিখছি আমি গুম হয়ে যাব কিনা আমি জানি না । তার পর ও লিখতে হবে কারন আর বসে থাকার সময় নেই এবার তরুন প্রান যে জাগাতেই হবে। আমি বিনপি এর কেউ না আমি আমলীগ ও করি না আমি একজন দেশ প্রেমিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।