বুয়েটের ভিসির সাথে সুরঞ্জিতের বিশাল মিল দেখলাম।
টাকা সহ এপিএস ধরা খাওয়ার পর সুরঞ্জিত বাবু সংবাদ সম্মেলন করে দৃপ্ত কন্ঠে ঘোষণা দিলেন তার পদত্যাগ করার মতো কোন ঘটনা ই নাকি ঘটেনি!!!!
এরপরের কাহিনীতো দেখলাম - বাবু পদত্যাগ ( নাকি অব্যহতি?? ) করলেন।
একদিন পর বাবুকে দপ্তরবিহীন মন্ত্রী বানানো হলো।
এবার আসি বুয়েট ভিসির কথায়।
বুয়েটকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এই লোকটি।
তার নির্লজ্জ দলীয়করনের প্রতিবাদে বুয়েটের সম্মানিত শিক্ষকগণ আন্দোলনে নেমেছেন।
গতকাল উনি সংবাদ সম্মেলন করলেন। দৃপ্ত কন্ঠে ঘোষণা করলেন তার পদত্যাগের মতো কোনো ঘটনা ঘটেনি !!!!!
আজ এক বন্ধু হঠাৎ বলল উনার যেহেতু এতই শখ ভিসি পদে থাকার সেহেতু সুরঞ্জিত বাবুর মত ( দপ্তরবিহীন মন্ত্রী ) উনাকে ভার্সিটিবিহীন ভিসি হিসেবে পদায়ন করা হোক ...............
চিন্তা করে দেখলাম প্রস্তাবটা খারাপ নাহ !!!!!!!
উল্লেখ্য আমাদের ভিসি আবার মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আপনজন । লোকমুখে শোনা যায় এই ভিসি নাকি হাসিনা আপার গৃহপালিত শিক্ষক থুক্কু গৃহশিক্ষক ছিলেন। ( সেই জন্যই কি তার এত পাওয়ার ???? )
ভিসির নির্লজ্জতা সম্পর্কে জানতে নামহীন আমি ভাই এর ব্লগ দেখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।