প্রতি মুহুর্তে আপডেট সংবাদ নিজস্ব প্রতিবেদক, সংবাদ২৪.নেট: কিছু রোগ আছে যা শুধু রোগীকেই নয়, দিশেহারা করে পরিবারসহ নিকট আত্মীয়দের। আর্থিক ও মানসিক দিক নিঃশেষ করে দেয় এই রোগটির নাম ক্যান্সার। এটি একটি ভয়াবহ রোগ। প্রাথমিক পর্যায়ে এ রোগ ধরা না পড়লে মৃত্যু অনিবার্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০০৫ সালে ৭৬ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এবং ২০০৫ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৮ কোটি ৪০ লাখ মানুষ মারা যাবে বলে ধারণা করা হয়।
ক্যান্সার প্রতিরোধ এবং ব্যাধিটি সম্পর্কে সবাইকে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। এর ধারাবাহিকতায় গ্রীন মাইন্ড সোসাইটি এবং ডাব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আজিমপুর বাসষ্ট্যান্ডের সামনে তামাকজনিত ক্যান্সার প্রতিরোধে, অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন চাই শীর্ষক মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যে নিকোটিন, ডিডিটি, কার্বন মনোক্সাইড, টার বা আলকাত্রা, আর্সেনিক, মিথানল, ন্যাপথালিন, বেনজোপাইরিন, সায়ানাইড, এমোনিয়া, অক্সিডেন্টসহ তিকর রাসায়নিক পদার্থ রয়েছে। যার মধ্যে ৪৩টি সরাসরি ক্যান্সার সৃষ্টির সাথে জড়িত তাই তামাকজনিত ক্যান্সার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে পদপে গ্রহণ দরকার।
বক্তারা বলেন, শুধু ধূমপান বা চর্বনযোগ্য তামাক সেবনই নয়, পরো ধূমপানের কারণে অধূমপায়ীরাও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
তামাকের এ ব্যাপক ভয়াবহতা দূর করার জন্য ক্যান্সার নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৩ সালে আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি এফসিটিসি স্বাক্ষর করেছে।
বাংলাদেশ এ চুক্তি স্বাক্ষর ও র্যাটিফাই করেছে। এফসিটিসির আলোকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ প্রনয়ণ করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের অর্জন অনেক। বাংলাদেশের এ সকল পদক্ষেপ আন্তজার্তিকভাবেও অনুকরণীয় দৃষ্টান্ত।
তামাক নিয়ন্ত্রণে লক্ষ্যে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো অতিক্রম করা সম্ভব হলে দেশের সম্মান ও ভাবমুর্তি আরো উজ্বল হবে। কিন্তু তামাক নিয়ন্ত্রণ আইনের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো অতিক্রম আইনটি সংশোধন করা ছাড়া কোনভাবেই সম্ভব নয়।
গ্রীন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বজন সমাবেশের সদস্য সচিব নোমান সিদ্দিকী, মোঃ আজিজুল, জাগরনী সংঘের আব্দুল মতিন, বাবুল হালদার, রসুলপুর ওয়েলফেয়ার সোসাইটির আব্দুল হাকিম, গ্রীন মাইন্ড সোসাইটির সাধারন সম্পাদক ফারক হোসেন, আজগর হোসেন প্রমুখ।
সংবাদ২৪.নেট/আইএইচএম/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।