মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতার হাত চুইংগামের মত যদি টানা হয় তাহলে ঠিক কতটুকু লম্বা হবে তা জানতে খুভ ইচ্ছে করছে ? আমাদের দেশে অবশ্য প্রধানমন্ত্রীরা সব সময় লম্বা হাতের গর্বিত মালিক হন । সে ক্ষেত্রে মনে হয় চুইংগামের গাম শেষ হয়ে যাবে কিন্তু প্রধানমন্ত্রীর হাত লম্বা হতেই থাকবে । আর এ লম্বা হাত দিয়ে উনারা মন্ত্রী পরিষদ এর সকল দুর্নীতি, অপকর্ম ঢেকে রাখেন পরম মমতায় । ঢেকে রাখেন মানিক দের ধর্ষণ এর সেঞ্চুরি পালনের খবর , ঢেকে রাখেন গুণধর পুত্রদের দুর্নীতির খবর , ঢেকে রাখেন খাম্বা মামুনের খম্বা কাঁচাল, ঢেকে রাখেন অনির্বাচিত উপদেষ্টাদের দেশ বিরোধী সকল অপকর্মের খবর । বাহ স্নেহের কি পরশ উনাদের ! আমি আমার আগের লিখায় লেখেছিলাম সুরঞ্জিতের রাজকপাল নিয়ে _আসলেই উনার রাজকপাল ।
তদন্ত হল না, হল না দুর্নীতি দমন কমিশনের সাংবাদিক সম্মেলন , আসলো না কামরুল ইসলাম এর হুংকার, সাহারা খাতুন না হয় উনাকে ভয় পাচ্ছেন না হলে উনি তো চুপ থাকার পাত্র নন । পদত্যাগ করার একদিন পরেই আবার মন্ত্রিত্ব পেয়ে নতুন ইতিহাস করলেন সাবেক রেল বাবু সুরঞ্জিত সেন গুপ্ত । দীর্ঘ ৫ দশকের রাজনৈতিক জীবনের সব চমক বুঝি এবার ঘটতে যাচ্ছে । সুদীর্ঘ রাজনিতিক জীবনের প্রথম বার মন্ত্রিত্ব পেয়ে পদত্যাগ করার পর আবার স্বরুপে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর বদান্যতায়। পদত্যাগ করে উনি যে ইতিহাসের অবতারনা করলেন আবার প্রধানমন্ত্রী দপ্তর বিহীন মন্ত্রী বানিয়ে পদত্যাগ পত্র গ্রহন করার মাশুল দিলেন সুরঞ্জিত বাবুকে ।
বাহ অনুকম্পার কি অপূর্ব নিদর্শন । আসলেই প্রধানমন্ত্রী দয়ার সাগর ! উনার দয়ার মহিমায় চালের দাম এখন দশ টাকা । ঘরে ঘরে মানুষ চাকরি পেয়ে মহা শান্তিতে বাস করছে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের কে দিনে ১০-১২ ঘণ্টার মত লোডশেদিং উপহার দিচ্ছেন , সারা বিশ্বের শান্তি আনয়নে কাজ করে যাচ্ছেন । এই তো তিনি বেশ কয়েক দিন আগেই সমুদ্র জয় করে আনলেন আমাদের জন্য । অন্তত এই একটি কাজের জন্য ধন্যবাদ দিলেও সুরঞ্জিত কে পদত্যাগ এর পরামর্শ দিয়ে আবার তার পরের দিন ই মন্ত্রী বানিয়ে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রীর লম্বা হাতের কথা ।
এই লম্বা হাত দিয়ে উনি সাগর-রুনি হত্যাকাণ্ড তদারকি করছেন , তার ফলাফল হাই কোর্ট তদন্তে অসন্তোষ প্রকাশ । উনার লম্বা হাতের আড়ালে তৌফিক ইলাহি এখনো বহাল তবিয়তে , আর কয়েক দিন পরে উনার আশ্রয়ে গওহর রিজভি টিপাই মুখ বাঁধের পক্ষে কোমর বেঁধে নামবেন সরাসরি বলে বসবেন ভারতের নাখোশের কথা । উনি লম্বা হাত দিয়ে এখনো পদত্যাগ করা মন্ত্রী সোহেল তাজ কে বেতন ভাতা দিয়ে যাচ্ছেন, তার ফলাফল সোহেল তাজ নিজে চিঠি লিখে কারন জানতে চেয়েছেন । আসল কথা হচ্ছে এ রকম লম্বা হাতের কাহিনীর সমাপ্তি হবে না । শুধু মাত্র হাত বদল হবে , লম্বা হাতের দীর্ঘায়ু কামনা করছি ।
যেন এ লম্বা হাত দিয়ে আমরা পানি, বিদ্যুৎ, গ্যাস খুঁজলে উনারা আমাদের উপর গুলি চালাতে পারেন , অথবা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার হুমকি দিতে পারেন।
কিন্তু বি এন পি কেন এটা নিয়ে বাড়াবাড়ি করছে বা কোন যুক্তিতে করছে তা কোনভাবেই বোধগম্য নয় ? বি এন পির মূলমন্ত্রই হচ্ছে দুর্নীতি করা , মূলমন্ত্র জঙ্গিবাদের প্রশ্রয় দেওয়া , উরাই দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চ্যাম্পিয়ন বানিয়েছিল আমাদের । আর মউদুদ এর কথা কি বলবো – রাজনীতি কোন দিন ই জনগণের মঙ্গলের হবে না যত দিন তার মত বহুরূপী লোক রাজনীতি করবে । আশা করি নিজের বগল এর খবর নিয়েই অন্নের বগল নিয়ে কথা বলবে বি এন পি । আমরা তারেক, কোকো বা মামুন এর হাজার হাজার কোটি টাকার অংকের হিসাব ভুলি নি ।
এই বঙ্গ দেশে বগল পরিষ্কার করে যে শান্তি সে শান্তিও নেই বি এন পি – লীগের রাজনীতিতে । ধিক এ রাজনীতি । যে রাজনীতিতে সাধারন মানুষের মুক্তি নেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।