আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে দেখা: ১৯৭৯, ১৯৯২ ও ২০১২ তে জিয়া ও খালেদা জিয়ার সাথে ভারতীয় প্রধানমন্ত্রীদের আলোচনা

➨ এপ্রিল, ১৯৭৯ সাল ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই বাংলাদেশ সফরে এলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ভারতীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর না হয় যেন, সে জন্য আরবি উক্তি সংবলিত ঢাকা শহরের সব বিলবোর্ড ঢেকে দেয়ার নির্দেশ দেন (সূত্র: আলী যাকের, দৈনিক সমকাল, ১১/০৭/১১ )। সেইসাথে মোরারজি দেশাইকে কথা দেন যে তিনি (জিয়া) বাংলাদেশের মাটিতে অবস্থানরত ভারতের মিজো বিদ্রোহীদের বিরুদ্ধে একশনে যাবেন যাতে তারা বাংলাদেশী ভুখন্ড ব্যবহার করতে না পারে। ( সূত্র: Foreign Policy of India: 1947-1987/Jayapalan, N, পৃষ্ঠা ৩৩০) ■ আলী যাকের, দৈনিক সমকাল, ১১/০৭/১১: ".....তাদের (বিএনপি) শাসনামলের প্রথম দিকে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই যখন বাংলাদেশ সফরে আসেন, তখন ভারতীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর না হয় যেন, সে কারণে আরবি উক্তিসংবলিত সব বিলবোর্ড ঢেকে দেওয়া হয়েছিল, সে কথা কি সবাই ভুলে গেছে? তাদের নেতাই এটি করেছিলেন। কেন? কারণ, যারা দুর্বল, তারা পেছনে অনেক কথাই বলতে পারে।

সামনাসামনি দাঁড়িয়ে সত্য কথা বলার সাহস তাদের নেই। ...." ■ Foreign Policy of India: 1947-1987/Jayapalan, N, পৃষ্ঠা ৩৩০ ➨ মে, ১৯৯২ সাল মে মাসের (২৬-২৮ তারিখে) তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারত সফরে গিয়ে ঐ দেশের প্রধানমন্ত্রী নরসিমা রাও এর সাথে দেখা করেন। দেশে ফেরার পর ফারাক্কা নিয়ে আলোচনা হয়েছিলে কিনা সেটা এক সাংবাদিক জানতে চাওয়ায় খালেদা জিয়া বলেন যে তিনি ফারাক্কার কথা বেমুলুম ভুলে গিয়েছিলেন! "In this connection, she recalled the visit of Khaleda Zia to India when she was the Prime Minister and said at that time she totally forgot to raise the water-sharing issue." ➨ অক্টোবর ২০১২ সাল আর আজকে খালেদা জিয়া বিরোধীদলের নেতা হিসাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কে বললেন - “বিরোধীদলীয় নেতা ভারতের প্রধানমন্ত্রীকে নিশ্চয়তা দিয়েছেন যে, সরকারে থাকলে বিএনপি ভারতের বিরুদ্ধে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সন্ত্রাস করতে দেবে না। এরকম কাজে দেশের ভূমি কখনোই কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। ” খালেদা জিয়া বলেন, “নানামুখী সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী প্রবণতা নিরসনে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

এ প্রসঙ্গে আমি আন্তরিক ও দৃঢ়তার সঙ্গে একথা দিতে চাই- আমরা সরকারে থাকলে বাংলাদেশের মাটিতে কাউকে ভারতের বিরুদ্ধে কোনো রকম তৎপরতা করতে দেব না। ” কস্কি মমিন!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.