Bangla version: Marxism
মার্কসবাদ হলো মহান কার্ল মার্কসের উদ্ভাবিত জীবন ব্যবস্থা , পথ ও পন্থ্ার নির্দেশনা । মার্কস ছিলেন অত্যন্ত প্রতিভা ধর এক মহান সাধক ও দার্শনিক। তিনি ১৯শ শতকের তিনটি উন্নত দেশের মানবাদর্শের ব্যাপক বিশ্লেষণ করেছিলেন । শাস্ত্রীয় জার্মান দর্শন, শাস্ত্রীয় ইংলিশ রাজনৈতিক অর্থনীতি এবং ফরাসী সমাজতন্ত্রের ও ফরাসী বিপ্লবের মৌলনীতির সমন্বয় সাধন করেছেন । তার বিরোধীরা ও একথা স্বীকার করেন যে, গৌরব জনক সততা ও সাধনার দ্বারা মার্কস আধুনিক বস্তুবাদ এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিকাশ, শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগ্রাম এবং দাবী আদায়ের লড়াই পৃথিবীর সকল দেশে স্থাপন করে গেছেন ।
Bangla version: Marxism/Leninism and Trotskyism
মার্কসবাদ, লেনিনবাদ ও ট্রটস্কিবাদ কি ?
এই শব্দগুলো সাধারণত মার্কসবাদী বিপ্লব সর্ম্পকে বলা হয়ে থাকে (যারা বর্তমান সমাজ ব্যবস্থার পরিবর্তে নতুন ব্যবস্থা দেখতে চান), সংস্কারবাদের বিপরীতে তা বলা হয় ( যারা বিশ্বাস করেন পুঁজিবাদী ব্যবস্থাকে “দয়া মায়া ও ভদ্রোচিত” করা যেতে পারে অথচ তা মোটেই সম্ভব নয় ! ) । সাম্রাজ্যবাদের সমকালে লেনিনবাদ মুলতঃ মাত্র মার্কসবাদেরই সমপ্রসারণ করেছেন । ( অর্থ পুঁজির একচত্র প্রধান্য ও নিয়ন্ত্রনের যুগে এবং সমগ্র উপনিবেশিক বিশ্বের পতনের সময় কে বেশী শক্তিধর হবে এই যখন পরিস্থিতি)। কিন্তু এখনও মার্কসবাদ ও লেনিনবাদের মধ্যে চলছে নানাহ বিতর্ক। বিশেষ করে ষ্ট্যালিন,মাও অথবা ট্রটস্কির অনুসারীদের মধ্যে ।
ষ্ট্যালিন ও মাও সত্যিকার অর্থে মার্কসবাদী ছিলেন না, তারা ছিলেন প্রকৃত অর্থে মার্কবাদ বিরোধী । তারা তাদের শাসন ব্যবস্থাকে শ্রমিক শ্রেনীর গণতন্ত্রের মাধ্যমে পরিচালনা না করে, এক অভিজাত শ্রেণী ও আমলাদের মাধ্যমে পরিচালনা করে গেছেন । আর সেই শ্রেণী হলো সমাজের ও শ্রমিক রাষ্ট্রের পরগাছা ।
ট্রটস্কিবাদ, অথবা যারা লিয়ন ট্রটস্কির (যিনি ১৯২৪ সালে লেনিনের মৃত্যুরপর ষ্ট্যলিনের প্রতিক্রিয়াশীল নীতির বিরূদ্বে সংগ্রাম করেছিলেন ) অনুসারী তারা হলেন মার্কসবাদ ও লেনিনবাদের ধারাবাহিকতা । তবে অনেকেই ট্রটস্কিবাদ কথাটি ব্যবহার করেন ষ্ট্যালিনবাদের সাথে এর পার্থক্যটি বুঝাবার জন্য ।
আমরা ট্রটস্কির সাথে একমত, আমরা তাকে দেখছি মার্কসবাদ ও লেনিনবাদেরে ধারাবহিকতা হিসাবে । কিন্তু ট্রটস্কিবাদের সাথে কথিপয় নেতিবাচক কর্মকান্ডের কারণে ( তারঁ অনুসারীদের কিছু ব্যক্তির অন্ধ অনুসরণ ও অতিবামপন্থার কারনে ) আমরা আমাদেরকে মার্কসবাদী ও লেনিনবাদী হিসাবে পরিচিত করতেই বেশী আগ্রহী । মূলতঃ ট্রটস্কির আদর্শ ও ধারণা ইহার ই স¤প্রসারিতরূপ । মার্ক্সীয় দশর্নে ট্রটস্কির যে সকল অবদান আছে তার মধ্যে ষ্ট্যালিনবাদের বৈজ্ঞানিক বিশ্লেষন এবং তাঁর চিন্তাচেতনার অমূল্য সৃষ্টি হলো নিরন্তর বিপ্লব বিশেষ করে ঊপনিবেশিক বিশ্বের দেশসমূহের জন্য ।
Bangla version: What do people mean when they say they are "socialists"?
কেউ যখন বলে অমি ‘সমাজতন্ত্রী’ তখন তিনি এর দ্বারা কি বুঝাতে চান....
সমাজতন্ত্রী দুই ধরণের হয়, একজন প্রকৃত সমাজতন্ত্রী নিরন্তর লড়াই করে মজুরী দাসত্ব ও পুজিঁর শৃখল থেকে মুক্তির জন্য, এবং অন্যজন হল সংস্কারবাদী ।
অনেক সংস্কারবাদী নিজেদেরকে সমাজতন্তী বলে পরিচয় দিয়ে থাকে, তবে তারা সাধারণত সাম্রাজ্যবাদের নীতির অনুসারী । উদাহরন হলো, বর্তমান ফরাসী সরকার হলো সমাজতান্ত্রীক সরকার । অথচ তারা সাম্রাজ্যবাদীদের মত দুনিয়াজুড়ে মানবতার বিরুদ্বে অপরাধ করে যাচ্ছে । যেমন ঃ যুগোস্লাভিয়ায় বোমাবর্ষণ ! মাক্র্সীয় পরিভাষায় সমাজতন্ত্র হলো পুজিঁবাদ থেকে সাম্যবাদে উর্ত্তিণ হওয়ার অর্ন্তবর্তী কালিন সময় হিসাবে ধরা হয় । আমাদের সত্যিকার অনুসরনীয় নীতি হলো “প্রত্যেকে সামর্থ অনুসারে কাজ করবে, এবং প্রয়োজন অনুযায়ী পাবে” ।
তাই প্রকৃত মার্কসবাদী নিজেদেরকে আমূল পরিবর্তনের মাধ্যমে,পুজিঁবাদের উচ্ছেদ সাধন করে, নিরবিচ্ছিন্ন ভাবে প্রচেষ্টা অভ্যাহত রেখে উৎপাদন ব্যস্থার উপর শ্রমিক শ্রেণীর প্রকৃত নিয়ন্ত্রন ও ‘গণতান্ত্রিক সমাজতন্ত্র ’ প্রতিষ্ঠা করবে । অবশ্যই মনে রাখতে হবে, যারা নিজেদেরকে সমাজতন্ত্রী বলে পরিচয় দেয় তাদের উচিৎ এপথে আসার আগে নিজেদের সাথে যেন বুঝাপড়া করে নেন, শুধু মাত্র লেবেল লাগবেন না প্লিজ! : )
******************************************************************************
Translated By: AKM shihab
Email:
Source: http://www.newyouth.com/content/view/129/64/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।