বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] ১. মন্ত্রী পদ পাইবার উদ্দেশ্যে, উদ্ভট অঙ্গভঙ্গি করিয়া, যেখানে সেখানে বক্তৃতা বিবৃতি দিও না। জনমানুষের সেবা করিতে চাহিলে মন্ত্রী পদ ছাড়াও করা যায়।
২. কারো গায়ের রং নিয়ে তামাশা করিও না।
বিশেষ করিয়া নিজে কুচকুচে কালো হওয়া সত্ত্বেও অন্য কাউকে কালো বলিয়া সম্বোধন করিও না।
৩. সরকারের শেষ সময়ে, মন্ত্রী পদ পাইলেও তাহা গ্রহণ করিও না। কারণ সরকারের পাপের বোঝা তুমি বহণ করিতে পারিবে না।
৪. নিজে দূর্নীতিবাজ হওয়া সত্ত্বেও অন্য কাউকে দূর্নীতিবাজ বলিয়া গালিগালাজ করিও না।
৫. নিজেকে অতি চালাক, বুদ্ধিমান বা জ্ঞানী ভাবিও না।
ছোট বেলায় হয়তো বা পড়িয়াছ যে, অতি চালাকের গলায় দড়ি।
৬. নিজেকে জাহির করিও না।
৭. কথা কম বলিও, কাজ বেশী করিও। যে বা যাহারা বেশী কথা বলে তাহারা বেশী বিপদে পড়ে।
৮. ডিজিটাল যুগে এনালগ পন্থা অবলম্বন করিও না।
৯. যখন কেহ বলিবে তাহার পেশা রাজনীতি, তখন বুঝিবেন, ক্ষমতা পাইলে এ লোকের দূর্নীতিগ্রস্থ হইবার সম্ভাবনা খুবই বেশী।
১০. সর্বশেষ, কখনো ভুলেও সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহ্ এবং তার প্রেরিত শেষ নবী ও রাসূল মুহাম্মাদ (সা) এর সাথে লড়াইয়ে অবতীর্ণ হইয়ো না। পরাজয় অবশ্যম্ভাবী।
বিঃ দ্রঃ উপরোক্ত বাণীগুলো, গত কয়েকদিনের অভিজ্ঞতার আলোকে... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।