আমাদের কথা খুঁজে নিন

   

ভবঘুরের বাণী-৩(পুর্ব প্রতিশ্রুতি অনুসারে এই বাণী শুধু আপুদের জন্য)

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক এই বাণী আপুদের জন্য। কারন প্রথম বাণী তাদের বিপক্ষে গিয়েছিলো।তাই তাদের সপক্ষে এই বাণী(চরম ভাবের ইমো হবে) 'ধর্মশ্রাস্তে ছেলেদের বহুবিবাহের সুযোগ দেখিয়া নিজেকে বঞ্ছিত ভাবিওনা, তোমার সামনে বহুবিবাহ না হোক বহুপ্রেমের দরজা সদাই খোলা।' বাণীর মর্মার্থঃ এ বাণীর কোন অর্থ প্রকাশ করার ধৃষ্টতা দেখাইলামনা। ভবঘুরের বাণী-০১ ভবঘুরের বাণী- ২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।