আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা নিউ মার্কেটে গেছেন জিনসের প্যান্ট কিনতে, কেনাকাটা শেষ করে বের হয়ে আসছেন, হঠাৎ করে দেখলেন একদল ছেলেমেয়ে বাংলালিন্ক দেশের নাচগান করছে। ঠিক যেরকম বিজ্ঞাপনে দেখায়। শুধু পার্থক্য এই যে এটা হচ্ছে আপনার সামনে, লাইভ। কোন ক্যামেরা নেই, ডিরেক্টর নেই, মেকাপ, লাইট ক্যামেরা আ্যাকশন বলা নেই।
যেন বাস্তব জীবনে হিন্দি সিনেমা। এই নতুন কনসেপ্ট এর নামই ফ্ল্যাশ মব।
ফ্ল্যাশ মব নামটা প্রথম শোনা যায় ২০০৩ এ। উইকিপিডিয়াতে ফ্ল্যাশ মব এর সংজ্ঞাটা এরকম:
A flash mob (or flashmob) is a group of people who assemble suddenly in a public place, perform an unusual and seemingly pointless act for a brief time, then disperse, often for the purposes of entertainment, satire, and artistic expression. Flash mobs are organized via telecommunications, social media, or viral emails.
The term, coined in 2003, is generally not applied to events and performances organized for the purposes of politics (such as protests), commercial advertisement, publicity stunts that involve public relation firms, or paid professionals. In these cases of a planned purpose for the social activity in question, the term smart mobs is often applied instead.
অর্থ্যাৎ ফ্ল্যাশ মব যে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে হবে এরকম না, কোন সোশ্যাল এওয়ারনেস স্রষ্টির কাজেও হতে পারে। প্রথম দিকের ফ্ল্যাশ মব গুলো এভাবেই হয়েছিল।
বাণিজ্যিক/রাজনৈতিক উদ্দেশ্যে হলে সেটাকে বলা উচিত স্মার্ট মব।
আমার কাছে ফ্ল্যাশ মব এর যে জিনিসটা মজা লেগেছে সেটা হচ্ছে শুরু আর শেষটা। ভিড়ের মধ্যে থেকে হঠাৎ করেই এরা আসে বার নাচগান শেষ হওয়া মাত্র আবার ভিড়ের মধ্যে মিশে যায়।
আসুন কথা না বাড়িয়ে দেখে নিই বিভিন্ন শহরে হয়ে যাওয়া কিছু ফ্ল্যাশ মব:
দুবাই এয়ারপোর্ট:
লিভারপুল ট্রেন স্টেশন
সিডনী (কোলাভেরি ডি এর সাথে)
নিউ ইয়র্ক
নিউ ইয়র্কের আরেকটা
মুম্বাই:
লাহোর:
কলকাতাঃ
কলম্বো
লাস্ট বাট নট দ্যা লিস্ট, বাংলাদেশ । বাংলাদেশে আমার জানামতে এখন পর্যন্ত দুটি ফ্ল্যাশ মব হয়েছে:
১।
ঢাকা নিউ মার্কেটে, বাংলালিন্কের ৭ বছর পূর্তি উপলক্ষ্যে
2. আরেকটা গত পরশু NSU তে, Robi Axiyata আর NSUSS এর উদ্যোগে
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।