আমাদের কথা খুঁজে নিন

   

হাসিঃ-----মন খারাপ থাকলে হাসতে পারেন-------

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। ডাক্তারের জন্য কবরঃ রুগীঃ ডাক্তার সাহেব, আমার চিকিৎসার খরচটা কম করে ধরবেন। আমি খুব গরীব মানুষ। হয়তো কোন দিন আপনার কাজে লাগতে পারি। ডাক্তারঃ আপনি কি কাজ করেন? রুগিঃ জী, আমি কবর খুঁড়ে থাকি।

সুতারাং যে ডাক্তার মানুষ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে সে নিজেকেও বাঁচাতে পারে না। তাকেও শীঘ্র মরতে হবে। তারও কবর হবে। =============================== এই জামানার প্রেমের বয়সঃ সেদিন বাসে শুনি এক মেয়ে আরেক মেয়েরে [ কথা শুনে বুঝছি এরা ক্লাস ৫ এ পড়ে ] বলতেছে, আমার বয়ফ্রেন্ড কিন্তু আমাকে ছাড়া আর কোন মেয়েকে পাত্তাই দেয় না !! ইহা আমি কি শুনিলাম!!! আমার কি হবে!! =============================== নানার বিয়েঃ আমার নানা বিবাহ করতে গিয়েছিলেন হাতীর পিঠে চড়ে। নানার কাছে গল্প শুনেছি।

নানার বয়স তখন ১৬-১৭। আর নানীর বয়স হবে ৯-১০। নানী নাকি নানাকে দেখে, নানার কোলে চড়ে হাতীর পিঠে ওঠার জন্য বিরাট কান্না-কাটি শুরু করছিলেন। সবাই অনেক বুঝিয়ে-শুনিয়ে নানীকে শেষ পর্যন্ত নানার কোলে চড়া থেকে বিরত রাখতে পেরেছিলেন। =============================== আমি বিয়ে করব নাঃ একদিন ছোট ভাতিজাকে (বয়স ৮) বলছিলাম, বাবুর জন্য এক বউ দেখতে হবে।

আমার এই কথা শুনে বাবু বলল, আমি বিয়েই করব না। আমি বললামঃ কেন? ছোট বাবু উত্তর দিলঃ বিয়ে করলে দোকান থেকে বাজার করতে হয়। বউকে নিয়ে মার্কেটে ঘুরতে হয়। আরেক দিনঃ বাবু, তোমার বিয়েতে ফার্নিচার নিব না। দেখছ না বাসায় ফার্নিচার রাখার জায়গা নেই।

বাবু উত্তর দিলঃ ফার্নিচার না নিলে আমি থাকব কোথায়?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।