আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর সমর্থন করেন কি? প্রতিদিন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জঙ্গিদের সাথে লড়াই করতে হয়, সে দেশ কিভাবে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা দিবে?????

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। খবরে প্রকাশ বিসিবি এই মাসেই ক্রিকেট দলকে একটি ওডিআই ও একটি টি২০ ম্যাচ খেলার জন্য পাকিস্তানে পাঠাচ্ছে। আমাদের দেশের সাংবাদিকরা একটা জিনিস নিয়ে প্রায়ই হাসাহাসি করেন। সেটা হচ্ছে পাকিস্তানে যদি কোন দিন কোন বোমা না ফোটে সেদিন তারা বলেন আজ একটা প্রেকিং নিউজ আছে- পাকিস্তানে আজ কোন বোমা হামলা ঘটে নাই। এই যদি হয় পাকিস্তানের বর্তমান অবস্থা, সেখানে বিসিবি কোন কারনের উপর ভিত্তি করে আমাদের ক্রিকেটারদের আসন্ন বিপদের মুখে ফেলে দিতে চাইছেন????????? শ্রীলঙ্কান ক্রিকেটাররা বেশ কিছুদিন আগেই গুলি খেয়ে ফিরে এসেছেন পাকিস্তান থেকে।

তাদের সকলের মুখেই আমরা শুনেছি পাকিস্তানের নিম্নমানের নিরাপত্তা ব্যবস্থার কথা। কুমার সাঙ্গাকারা বলেছিলেন, একটি মন্ত্রীও নাকি এর থেকে ভাল নিরাপত্তা পায় যতটা তাদের দেওয়া হয়েছিল পাকিস্তান সফরে। বিসিবি যদি পাকিস্তান সফর বাতিল করে তাহলে পিসিবি নাকি তাদের প্লেয়ারদের বিপিএলে খেলতে দিবেনা। এটা সত্যিই হাসির কথা মনে হচ্ছে আমার কাছে। কেননা পাকিস্তানি প্লেয়াররা বিপিএলে না এলেও বিপিএল চলবে যেমনটি চলছে আইপিএল।

বরং তারা প্লেয়ার না পাঠালে তাদের প্লেয়াররাই আর্থিক ও পেশাগত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। পিসিবি চাইছে তাদের দেশে একটা সিরিজ আয়োজন করে তাদের নিরাপত্তার প্রমাণ দেওয়ার। যদি তারা তা না দিতে পারে???? যদি আমাদের ক্রিকেটাররা জঙ্গিদের হামলার শিকার হন যেমনটি হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটাররা? তাহলে কে তার ক্ষতিপূরণ দিবে? আর এ ক্ষতি কখনও পূরণ করা সম্ভব হবে কি ?????????????? আইসিসির মতে, পাকিস্তানের চেয়ে আফগানিস্তান নিরাপদ ভেন্যু। আইসিসি তো না বুঝে কথা বলতে পারে না। তারা পাকিস্তানে কোন নিরপেক্ষ আম্পায়ার, ম্যাচ রেফারি অথবা কোন কর্মী দিবে না।

সুতরাং আইসিসিকে উপেক্ষা করে বিসিবির কি দরকার ক্রিকেটারদের এমন বিপদের মুখে নিক্ষেপ করার???? বিসিবির উচিত এখনই এই সিদ্ধান্ত বাতিল করা। পাকিস্তানের সাথে সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে করা সম্ভব। শুধু মাত্র পিসিবির ভাবমুর্তি উজ্জল করার জন্য আমাদের ছেলেদের এভাবে বিপদের মুখে আমরা ফেলতে পারিনা। বিসিবির এটা অবশ্যই ভেবে দেখা উচিত। তাই আমদের দাবি, অবিলম্বে এই সিরিজ বাতিল করা হোক।

কোন নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের ব্যবস্থা করা হোক। আমরা আমাদের ক্রিকেটারদের এভাবে বিপদের মুখে ফেলে দেয়ার সিদ্ধান্তকে সমর্থন করিনা, করব না । । । ।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.