মনের মাঝে অনেক কথা ; জমাট বাঁধা আমায় কুঁড়ে কুঁড়ে খায়; আমি কবিতা লিখি না, হায় ! টুকরো টুকরো বরফ কুচি - গলে গলে কবিতা হয় ।। এক দিন তোমরাও গলবে ভালবাসাতে , , ভাল বাসতে , , সে কথা বলে যায় ।। ~~~// ভবিষ্যত বানী \\~~~ অতঃপর ঈশ্বর তাদের দন্ডিত করিল যারা বাঙ্গালী ছিল, প্রানে বাংলাদেশী ছিল অতঃপর ঈশ্বর তাদের অতীব দন্ডিত করিল যারা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ছিল অতঃপর ঈশ্বর তাদের প্রকান্ড অগ্নিকুন্ডে নিক্ষেপ করিল যেসব বাঙ্গালী মুসলিম হয়েও বৈশাখী মেলায় ছিল অতঃপর ঈশ্বর , , অতঃপর ঈশ্বর , , এই সব আমার দাদার মুখে শুনা তাঁর দাদার আমলের জনৈক মোল্লার দাদা করে যাওয়া ভবিষ্যত বানী । হাস্যকর হলেও সত্য সে বাংলা বুঝত না নাকি আর আরবী পড়তে পারত না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।