লিখতে ভালোবাসি যাস্ট যুক্তরাষ্ট্রে মুক্তির ১৫ দিনের মাথায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সুপারম্যান সিরিজের নতুন ছবি ‘ম্যান অফ স্টিল’। আর দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এই অভূতপূর্ব সুযোগটি করে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ২৮ জুন থ্রি ডি প্রযুক্তি সম্বলিত থিয়েটারে ছবিটি মুক্তি দিচ্ছে তারা। আগামীকাল সন্ধ্যা ৬টায় এই ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
লাইফ অব পাই, আয়রন ম্যান থ্রি’র মতো সাড়া জাগানো ছবির পাশাপাশি ‘ম্যান অফ স্টিল’-এর আগমন ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য যেমন আনন্দবার্তা বয়ে আনছে তেমনি আনন্দ জোয়ার চলছে জনপ্রিয় কমিক প্রকাশনা সংস্থা ডিকে কমিকস-এ ও।
কারণ, ‘সুপারম্যান’ এবার উদযাপন করছে ডায়মন্ড জুবিলি।
১২ জুন বেরিয়েছে এই সিরিজের নতুন কমিক। আর ১৪ জুন মুক্তি পেয়েছে সুপারম্যান সিরিজের বহুকাঙ্খিত ছবি ‘ম্যান অব স্টিল’। মুক্তির আগেই আলোড়ন তুলেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি পিকচার্সের এই ছবি। ধারণা করা হচ্ছে নতুন এই সুপারম্যান হবে এখন পর্যন্ত দর্শকদের দেখা সবচেয়ে শক্তিশালী সুপারম্যান।
ক্রিপটন গ্রহে জন্ম নেওয়া শিশুটি একসময় বুঝতে পারে তার আছে অসাধারণ ক্ষমতা এবং সে এই পৃথিবীর নয়। তারুণ্যে সেই শিশুটিই তার উৎস খুঁজে বেড়ায়, জানতে চায় কেন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সাংবাদিক কার্ক কেইন্টের বেশে সব অপশক্তি আর বিপদ থেকে পৃথিবীকে বাঁচানোই হয়ে ওঠে সুপারম্যানের লক্ষ্য।
এই প্রথম সুপারম্যান হিসেবে দর্শকের সামনে আসছেন ৩০ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত তারকা হেনরি ক্যাভিল। তবে হলিউডে তিনি নতুন নন।
ফ্রিদা পিন্টোর সঙ্গে ‘ইমমর্টালস’ ছবিতে তাকে দেখা গেছে। তবুও সমালোচকদের মতে এ যাবৎকালের সবচেয়ে আকর্ষণীয় সুপারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন তিনি। এবার তার পোশাকটাও নতুন। দর্শকদের সামনে এক নতুন সুপারম্যান স্যুটে হাজির হচ্ছেন তিনি।
ছবির প্রচারের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে ‘ম্যান অব স্টিল’।
নকিয়া, সিয়ার্স, ক্রিসলারের মতো ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রচারের অংশীদারিত্বের রেকর্ড কেবল এই ছবির। আগাম টিকেট বিক্রিতে ‘আয়রনম্যান থ্রি’কেও ছাড়িয়ে গেছে এই ছবি। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি- এর সব শাখায় ফেলা যায় সুপারম্যান সিরিজের এই নতুন ছবিকে।
আর চলচ্চিত্রবোদ্ধারা তো বলেই দিয়েছেন, অ্যাকশনধর্মী ছবি কেমন হয় তা জানতে হলে দেখতে হবে ‘ম্যান অব স্টিল’। চলচ্চিত্র সমালোচক জিমি ফলঅন মনে করেন- এই ছবি দেখে বড় বড় চোখে, বিস্ময়ে কখন যে সবার মুখ হা হয়ে যাবে টেরই পাবে না কেউ!
Source : dhakatimes24.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।