আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিত মানব

শিল্পীর কারুকাজ খচিত প্রাসাদের সুবিশাল খোলা জানালা । এপারে দাঁড়িয়ে আছে এক মানব দ্বিধাগ্রস্ত, কম্পিত এবং শঙ্কিত । এপারে পূর্ণিমা, কোলাহল আর যুদ্ধ ওপারে অমাবস্যা, নীরবতা আর শান্তি । এপারে সৃষ্টি আর ওপারে স্রষ্টা । মানব দ্বিধাগ্রস্ত ওপারে যাবে কি যাবেনা ।

ভাবছে পূর্ণিমা না অমাবস্যা ? কোলাহল না নীরবতা ? কিংবা যুদ্ধ না শান্তি ? ওপারে স্রষ্টার ডাক, অসংখ্য ঘুমন্ত নক্ষত্র । হয়তঃ হতে পারে কোন এক নক্ষত্র মানবের নিজস্ব । হয়তঃ হতে পারে ভবিষ্যতের সফল কবিতা । এপারে স্বাধীনতা, ঘাস, ফুল আর প্রকৃতির মহোৎসব হয়তঃ হতে পারে একান্ত বিশ্বস্ত মৃগয়া । হয়তঃ হতে পারে ভবিষ্যতের সফল বাউল ।

----মোহাম্মদ ইউসুফ । ১২ – ০৩ – ২০১২ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।