আমাদের কথা খুঁজে নিন

   

উষ্ণতা কম্পিত হয়

সামুদ্রিক বিভ্রম

তোমার ইচ্ছেরা অলিতে গলিতে সড়কে দালানে ছিপছিপে সর্প যেন; নীল ভায়োলিন সুর তার জমা রাখে বাম আস্তিনে। তোমার ইচ্ছেরা ঘাঁসের আলস্যে উষ্ণতা জানে। তোমার ইচ্ছেরা জেগে আছে অরণ্যে মৌয়ালের বাঁশের ঝাঁপির চারপাশে উড়ন্ত মধুকীটের বিদ্রোহে এবং সব অবসন্ন চিত্রকরের অবিন্যস্ত সময়ে তোমার ইচ্ছেরা পর্যুদস্ত গোয়ের্নিকো আর ঝুটিঅলা বালিকার গুন গুন গান যেন তোমার ইচ্ছেরা নীল দরিয়ার আব্বাসউদ্দীন নাম; আর জলের সার্শীতে বেদনা-কম্পিত হরিণের ধাবমান চোখে- সোয়ানলেক রাশান হংসব্যালে; তুমি- তোমার ইচ্ছেরা যেমন তুষার ঝড়ের সাদা অবসরে কৌনিক প্রাসাদ থেকে আলোগুলো নিভে গেলে ইচ্ছেরা নিরুদ্বিগ্ন হয় জেনে তোমার শরীরের উষ্ণতা কম্পিত হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।