আমাদের কথা খুঁজে নিন

   

প্যান প্যান থেকে মুক্তি চাই

আমাদের ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয় টিভি দেখার সময় তেমন পাই না। যখন একটু টিভি দেখতে বসি তখন মেজাজটা খারাপ হয়ে যায়। আমি কি বাংলাদেশে না ভারতে ঠিক বুঝতে পারি না। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলটা হিন্দি হয়ে গেছে। ডিশ বাবুকে বললাম, আমার ইংরেজী চাই; বলে আপনাদের সুবিধার জন্য এটা করা হয়েছে।

আমি বলে দিলাম আমি হিন্দি বুঝি না। বলতে আমার কোন লজ্জা হল না। বরং গর্ববোধ করলাম। ভারতের হিন্দি বাংলা কোন চ্যানেলেই সমস্যা দেখলাম না আজ পর্যন্ত। যত সমস্য এই দেশের চ্যানেল, আর ইংলিশ চ্যানেলেগুলো নিয়ে।

যদিও ওগুলো ভারতীয় সংস্করণ, তবু ইংরেজী বলে একটু দেখি। ডিসকভারীটা দেখতে পারি না। সমস্যা লেগেই থাকে। বিবিসি আলজাজিরার ছবির কোয়ালিটি যাচ্ছেতাই থাকে অনেক সময়। ডিশ বাবুরা কি লাইন দেয় কেবল ভারতের হিন্দী-বাংলা প্যান প্যান দেখার জন্য? সর্বশক্তিমান ওনাদের হেদায়েত করুন।

আমিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।