বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility পত্রিকা খুললেই ............................. একটা না একটা আকাম কুকাম লেগেই থাকে ।
এই কয়টা দল দুনীর্তির বেড়াজালে দেশকে বিদ্ধ করে ফেলছে ।
নতুন কোন পরাশক্তির উথ্থান সম্ভব না ?
প্রায়ই চিন্তা করি কিন্তু পারি না । যাও শেষ তত্বাবধায়ক সরকার চেষ্টা করেছিল ঐটাই দরকার ছিল । মাইরের উপর ঔষধ নাই ।
গণতন্ত্রের কাচ কলা থেকে স্বৈরতন্ত্রের কাচ কলাও ভাল কিন্তু এই বলে আরেক এরশাদ চাই না । চাই একজন মানুষ .......... যে দেশের ভাল চাবে ।
বাদা ..................... বাংলাদেশী দালালের উথ্থান চাই ।
পোষ্ট টি করা হয়েছে নিদারুণ কষ্টের যাতনায়, বিদেশে থেকে যখন সতীর্থ বিদেশীদের মুখে দেশের এই এরকম কেলেংকারী বার বার শুনতে হয় .... কেমন যে অশান্তি লাগে.......... বলে বুঝানো যাবে না ।
সব দুর্ণীতিবাজদের ধইরা নগদ ক্রস ফায়ারে ফালানো উচিত ।
ফ্রেশ মানুষ লাগবে ........ বা দা লাগবে ।
বঙ্গবন্ধু বলুক আর সুভাস বলুক আর চাইনিজ নেতা বলুক,,,,,,,,,,,, রক্ত দিলে দেশ স্বাধীন হবে ।
কিন্তু স্বাধীন করা থেকে স্বাধীনতা রক্ষা করা কতটা কঠিন এইটা এই নেতারা জানত কি ?
প্রতিনিয়ত বাধার সম্মুখীন একটা অর্থব পররাষ্ট্রনীতি .. হবে না কেন ..... নিজের উদর ভরতে পারলেই সারা ।
প্রধানমন্ত্রী হইসে তো কি হইসে ? তার চাকর বাংলাদেশের নাগরিকরা না , সে আমাদের দেশের জনগনের চাকর । আমি এই রিফাত হোসেন কইলাম . কোন ালা ব্লগার ওয়ামী ও বিম্পি আছে যা পারলৈ লাগা গিয়া তোর দলের কাছে .... পারলে মামলা কর ।
মুখ খারাপ হয়ে গেল , জানি । এই লেখার আমি এডিট করব না ।
শেখ হাসিনা আর খালেদা জিয়া এত্তবার বিদেশ ভ্রমন করল । বিদেশকে বিদেশই মনে করল । আর দেশকে দেশই ! ব্লাডি দেশ !
একটুও মন চায় নাই , দেশটাকেও নকল করে সুন্দর করি ।
মানুষ তো কত কিছুই নকল করে । গান, সুর, ছবি ।
তো দেশটাকে করতে সমস্যা কি ?
আমি প্রধান মন্ত্রীকে যথেষ্ট সম্মান করি কিন্তু পীর মানি না । একটা দেশের চীফ নারী হোক আর নর হোক সম্মানের যোগ্য ।
কিন্তু সম্মান অটুট রাখার জন্য নিজে খেয়াল রাখত হয় ।
এখন যদি দাড়োয়ান নিজেই ক্ষতি করে বসে, তো চোর ডাকাত কি করবে ???
বর্তমান পি এম হাসিনা বা প্রাক্তন ও ভবিষ্যত পি এম খালেদা তারা এক আল্লাহ বা সৃষ্টিকর্তায় বিশ্বাস্য করে ?
এত মানুষের ভার নিজের কাধের উপর নিয়ে খেলাপী করছে । তা কি ঠিক ?
মৃত্যু ভয়ের জন্য লক্ষ কোটি টাকা খরচ করে গার্ড !
আজরাইল আসলে বুঝা যাবে কত ধানে কত চাল ।
আর এই দিকে এরশাদ কাগু........ ক্ষমতায় এতই দূর্নীতি করেছে এখন তার ভান্ডার ফুরায় নাই । তবুও অনেকে এরশাদকে সাপোর্ট দেয় ।
লজ্জা কই রাখি ?
আর নিজামী জেঠারে কেনা চিনে রাজাকার হিসেবে ? মাদ্রাসার বড় বড় আলেমগণ ও চিনে সে দেশদ্রোহী ছিল ।
আর বাবা পাকিস্তান সাপোর্ট করলে কর , সেই দেশে চলে যা । জামাতীরা মুসলিম আমিও মুসলিম কিন্তু তারা পাকিস্তান এর সাথে ভাই ভাই খাতিরে মিলতে চায় ।
কিন্তু আদও কি পাকিরা আমাদের ভাই মনে করে ?
মনে করে না । মুসলিম বলেই ভাই ভাই । ভাই ভাই বলে বোনদের ধর্ষ..... করতেই দ্বিধা করে নাই ।
এদের সাথে আবার আতাত ! কেমনে সম্ভব `? জামাত এর সদস্যরা কি ইতিহাস জানে না ?
জেনেও কিভাবে তাদের সাথে তাল দিচ্ছে ?
আর রইল কথা বাকি সব অগা মগা দল । সব দলই মহা দলের সাথে । এই ছোট দল গুলির উঠার জন্য মই দরকার যেটা হল ওয়ামী ।
কোন ভোদাই বলে মুক্তিযোদ্ধার স্বপক্ষের দল কেউ বলে বিপক্ষের দল ।
মুক্তিযোদ্ধা এখন ১৯৭১ সালেই শেষ হইছৈ ।
এখন কোন মুক্তিযোদ্ধা দরকার নাই ।
আমাদের দরকার বাদা................ বাংলাদেশী দালাল ।
হিটলারের প্রথম প্রস্তাব ছিল প্রকৃত জার্মান হবার । যদিও সে ছিল না ।
এখন আমার প্রথম প্রস্তাব ............ শুধু বাংলাদেশের দালাল চাই ।
মুক্তি যোদ্ধারা যুদ্ধের পরেও পাকি বা ভারতীয় দালালী করতে পারবে কিন্তু বাদারা শুধু বাংলাদেশকেই চিনবে ।
পোষ্টটি অনেকটা আক্রোশেই লেখা । এরকম অনেক পোষ্ট লেখা হয়েছে অতীতে , মেজাজ গরম হলে ব্লগে এসে ঢেলৈ আবার লেখব ।
এইগুলি স্টিকি পোষ্ট না । .. সামুর মার্কা মারা মডুর চক্ষুর বান্ধা ।
এরা হেন তেন . তেনা পেচানো পোষ্ট স্টিকি করবে । আমার থেকে অনেক উচুমানের ব্লগারের দেশাত্ব সম্পর্কিত পোষ্টের লৈখা মডুর স্টি কি করতে কষ্ট লাগে, পাছে না ওয়ামী বিম্পি জামাত লাঙ্গলরা গদাম দেয় ।
জয় বাংলা, জয় বাংলাদেশ
মাতৃভূমি আমার সোনার বাংলাদেশ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।