অ আ ক খ
আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৯-০৪ ০৫:৪৮:৩৪
যারা প্রতিনিয়ত রাজাকার খুজে বেড়ায়, কথায় কথায় বিপক্ষ মতের মানুষদের রাজাকার উপাধী দেয়, তাদের পরিবারে নিশ্চয়ই রাজাকার কিংবা শান্তি কমিটির কেউ না কেউ ছিল বলে আমার বিশ্বাস। তারা সুধাসদনে রাজাকারদের ব্যাপারে কিছু বলে না,আওয়ামীলীগে কিংবা বিএনপিতে যেসব রাজাকার আছে তাদের ব্যাপারেও কিছু বলে না কিন্তু বেছে বেছে ইসলামপন্থীদের তারা পাইকারী ভাবে রাজাকার উপাধি দেয়! এভাবে রাজাকার খুজতে শুরু করলে তো পুরো বাংলাদেশকেই রাজাকারের দেশ ঘোষনা করতে হবে। অথচ স্বাধীনতার যুদ্ধে পাকিস্তান সরকারের আধাসামরিক বাহিনী রাজাকারদের অধীনে মাত্র ছয় হাজার রাজাকার ছিল।
তাকা বলেছিল (কারণ কমেন্ট মুছে দিয়েছিল ব্লগের মালিক):
জনাব আশরাফ, রাজাকর সবসময়ই রাজাকার, সে চান্দে যাক আর না যাক।
যখন কোন রাজাকার বাংলাদেশে প্রেসিডেন্ট হয় তখনও সে রাজাকার থাকে, যখন কোন রাজাকার সোনা চোরাচালানী প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হয় তখনও সে রাজাকার, আবার যখন কোন পত্রিকার রাজাকার সম্পাদক কোন বিশেষ দলের সাথে যোগ দেয় তখনও সে রাজাকারই থাকে।
এইটা এমনই এক তকমা যে, হারপিক দিয়া গোছল দিয়াও এই দাগ উঠানো যায় না!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।