বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সিরাজুল ইসলাম (৪২) নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে তিনি দেবহাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমানের বাড়ি যাচ্ছিলেন। এ সময় জামায়াত-শিবিরের পিকেটাররা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
দেবহাটা থানার ওসি কাজী দাউদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।