আমাদের কথা খুঁজে নিন

   

আমি অভাবীর মোবাইল চুরি

বিষাদময় সাবধানেই ছিলাম তবুও পকেট থেকে উধাও হয়ে গেল আমার শখের মোবাইলটা। বনানী কাকলী থেকে বাসে ফার্মগেট এসে আর কলেজ গেট আসার বাস না পাওয়ায় হেটেই আসলাম আসাদ গেট। অতঃপর কলেজ গেট যাওয়ার জন্য ৭ নম্বর বাস পেলাম। অনেক ভিড়। তবুও চাপাচাপি করে উঠলাম।

ছাড়ার এক মিনিট পরেই মনে হল পকেটের উপর দিয়ে একটা হাত বয়ে গেল। সাথে সাথে পকেটে হাত দিয়ে দেখি মোবাইল টা নাই। গন্তব্য স্থানে এসে যাওয়ায় এক মিনিট পরেই বাস থেকে নেমে যেতে হল। আসলে আমি আজ ফরমাল প্যান্ট পড়ে অফিস গিয়েছিলাম, কিন্তু ফরমাল পোষাকে পড়লে কি হবে, পোশাকের নিচে এই অভাবী আমিই ছিলাম, তাই টাকা বাঁচাতে গিয়ে লোকাল বাসে উঠেছিলাম। কিন্তু ধান্দাবাজরা থাকায় আমার মত কত শত ক্ষতিগ্রস্থ হয়, তার হিসেব নেই।

তবুও আমার মত ব্লগার ভাইদের এক্তু সাবধান থাকার বিনে পয়সার উপদেশ দিচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।