আমাদের কথা খুঁজে নিন

   

কনতো দেহি সরকারের মন্ত্রী - উপদেষ্টারা টাকা বস্তায় রাখতেছে ক্যান?

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ১। হাসিনার ভাই তাপসের ব্যাংকে রাখবে বলে? ২। হাসিনার আয়কর উপদেষ্টার ব্যাংকে রাখবে বলে? ৩। হাসিনার ইয়ার মখা আ. র ব্যাংকে রাখবে বলে? ৪। অন্য কুথাও (বালিশে - তোশকে)? খবরে প্রকাশ শেয়ার মার্কেট - নিয়োগ বানিজ্য - দুর্নীতির টাকা রাখার জায়গা দেশের ৪২ টা ব্যাংক দিতে পারতেছে না।

আর বিদ্যমান ব্যাংকগুলা নাকি বিদেশে টাকা পাঠাইতে ঝামেলা করতেছে পরেরবার বিম্পি আইসা ধরার ভয়ে। তাই.... তোড়জোড় চলছে। ওহ বলা হয়নাই। আজকাল ব্যারিস্টারী পইড়া কিন্তু তিন বছরে ৪০০+ কোটি টাকা কামানো যায়। উপদেষ্টা হইতে পারলে তো কথাই নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.