আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। ভাই ব্যাপক হারে মাথার চুল পড়তাছে। কোন কিছুতেই সমাধান পাইতেছিনা। অনেকে অনেক বুদ্ধি দিতাছে কিন্তু কারো বুদ্ধিতেই চুল পড়া কমতেছেনা। এইভাবে চলতে থাকলে কিছুদিন পড়েই আমার মাথা মিরপুর স্টেডিয়াম হইয়া যাইব।
কেউ কেউ নাকি নেড়া হইয়া রেগুলার মেহেদি, পেয়াজ ডলাডলি কইরা উপকার পাইছে। তাই তাগোর কথায় একটু ভরসা পাইলাম আর কি। তাই ভাবতেছি ন্যাড়া হমু। কিন্তু মানুষতো হাসাহাসি করব। আমি বুদ্ধি হওয়ার পর থাইক্যা কোনদিন ন্যাড়া হইনাই।
হওয়ার দরকারও হয় নাই। মাথায় এক সময় ব্যাপক চুল ছিল। চুলের জন্য অনেক গর্ব করতাম। কিন্তু হঠ্যাৎ কইরা সব চুল পড়া শুরু হইল ক্যান বুঝলাম না।
কি করুম কনদেছি ??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।