কমলগঞ্জের গোলের হাওর গ্রামের ওই মেয়ে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে স্থানীয় এক উচ্চ বিদ্যালয় থেকে। একই গ্রামের পাশের বাড়ির কাঠ ব্যবসায়ী ফয়ছল (৩০) দীর্ঘদিন ধরে নানা ছলছুতায় তার সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে। তরুণী জানায়, স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করলেও লোকলজ্জার ভয়ে কারও কাছে মুখ ফুটে বলেনি। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তরুণী তা প্রত্যাখ্যান করে।
এতে ক্ষুব্ধ হয় ফয়ছল। গত ২২শে মার্চ ২০১২ ঈসায়ী তারিখ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই তরুণী ঘর থেকে বের হলে আগে থেকে ওৎপেতে থাকা ফয়ছল তাকে নিজ ঘরে নিয়ে সারারাত নির্যাতন করে ভোরবেলা রাস্তায় ফেলে রাখে। সংবাদ পেয়ে তরুণীর আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা বিবেচনা করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। (সূত্র: দৈনিক মানবজমিন, ২৮-৩-২০১২)
বর্তমানে এ রকম হাজারো ঘটনা ঘটছে।
মামলাও হচ্ছে, আসামিরা ধরাও পড়ছে। কিন্তু এর কোনো ভালো ফল বা ফায়দা পাওয়া যাচ্ছে না এবং যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। এর মূল কারণ হচ্ছে, মুসলমানরা আজ ইসলামী শিক্ষা থেকে দূরে সরে গেছে এবং বেপর্দা ও বেহায়াপনা হয়ে ঘোরাফেরা করছে।
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “মেয়েরা পর্দার অধীনে থাকবে। কেননা তারা যখন কোথাও বের হয়, তখন শয়তান উঁকিঝুঁকি দিতে থাকে কিভাবে তাদের দ্বারা পাপ কাজ সংঘটিত করানো যায়।
” (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।