আমাদের কথা খুঁজে নিন

   

কিয়ামতের আলামতের একটি হলো নারীদের বেপর্দা-১ বেপর্দার কারণেই তাদের এতো লাঞ্ছিত, অপমানিত ও বিভিন্ন প্রকার বিপদ-আপদে জর্জরিত হতে হয়

সত্য পথে আগুয়ান হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “নারীগণ পর্দায় থাকবে; যখন তারা বেপর্দা হয়, শয়তান তাদের দিকে উঁকিঝুঁকি দিতে থাকে কিভাবে তাদের মাধ্যমে একটি হারাম কাজ সংঘটন করা যায়। ” কিন্তু বর্তমান সময়ের জন্য সমস্ত ফিতনার মূল কারণ- নারীর বেপর্দা। আর শয়তান সবসময় চেষ্টায় থাকে একজন নারীকে কিভাবে বেপর্দা বানিয়ে গুনাহের কাজে লিপ্ত করা যায়। মহান আল্লাহ পাক তিনি নারীদের সম্মান-মর্যাদা দিয়েছেন, নারীদেরকে বেপর্দা হয়ে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন। মূলত, নারীদের এই বেপর্দার কারণেই তাদের এত লাঞ্ছিত ও অপমানিত হতে হচ্ছে এবং বিভিন্ন প্রকার বিপদ-আপদে জর্জরিত হতে হচ্ছে।

বগুড়ায় বিচারপ্রার্থী এক গৃহবধূকে কৌশলে পুলিশ ফাঁড়ি থেকে আবাসিক হোটেলে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়েছে পুলিশের এক সহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) গৃহবধূর অভিযোগ, তার স্বামী শহরের ফুলবাড়ী এলাকার ট্রাকচালক। স্বামী তাকে রেখে আরেক স্ত্রীর কাছে গিয়ে দীর্ঘদিন কোনো সাংসারিক খরচপত্র দিতো না। এ কারণে সে স্থানীয় একটি বেকারিতে কাজ নেয়। কিন্তু স্বামী সেখানে গিয়ে কারখানার লোকজনের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। স্বামীর এমন কর্মকা-ের কারণে গত ৪ নভেম্বর সে বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করতে যায়।

সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আবদুল করিম ওই গৃহবধূকে লিখিত অভিযোগ করতে বলায় সেদিন সে ফিরে যায়। পরের দিন পুনরায় ওই ফাঁড়িতে গেলে এটিএসআই আবদুল মালেক (৪৫) গৃহবধূকে সহযোগিতার আশ্বাস দিয়ে তার মোবাইলফোন নম্বরে যোগাযোগ করতে বলে। গত ৬ নভেম্বর বিকেলে ওই গৃহবধূ অভিযোগের অগ্রগতির খোঁজ নিতে এটিএসআই আ. মালেকের কাছে ফোন করলে তাকে সন্ধ্যার পর বিয়ের কাবিননামাসহ ফাঁড়িতে যেতে বলে এটিএসআই আবদুল মালেক। গৃহবধূ ফাঁড়িতে যাওয়ার পর সেখানে কাউকে না পেয়ে আব্দুল মালেককে ফোন করে। ওই সময় আ. মালেক তাকে শহরতলির মাটিডালী মোড়ে গিয়ে দেখা করতে বলে।

ওই গৃহবধূ মাটিডালী মোড়ে গেলে তাকে পাশের ক্যাসল এমএইচ নামে এক আবাসিক হাটেলের একটি কক্ষে তুলে নির্যাতন করে। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুরু করলে স্থানীয় জনতা ওই হোটেল ঘেরাও করে লম্পট পুলিশ কর্মকর্তা আ. মালেককে বেদম মারপিট করে। খবর পেয়ে থানার পুলিশ এসে পুলিশ সদস্য মালেককে উদ্ধার করে। (সূত্র: দৈনিক ইত্তেফাক, ০৮-১১-২০১২ ঈসায়ী) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.