খুব অবাক হয়নি এই কথা শুনে। কারন এতদিন স্পষ্ট জানতে পারিনি যে জামাতি হেফাজতই ইসলাম। কাল রুবায়েত ফেরদৌসের উপস্থাপনায় যা দেখলাম তাতে নিশ্চিত হলাম যে টাকা উনি পেলেন এই লং মার্চের জন্য। উনাকে জিজ্ঞেস করা হয়ে ছিল- খালেদা জিয়া, হাসিনার পর্দা নিয়ে, জামাতের রাজনিতি নিয়ে, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে, নারী নেতৃত্ব নিয়ে । কিছু বলতে পারলেন না।
ব্লগ কি সেটাও বোঝেন বলে মনে হলনা। শাহরিয়ার কবির যখন বললেন আপনারা ভাস্কর্য ভাঙ্গার কথা যে বলেন, বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে সেসব নিয়ে আপনি কি বলবেন। উনি বললেন আমাদের ওসব দেখার দরকার নেই। উনি ইরানের উদাহরণ দিতে গেলে শাহরিয়ার কবির বললেন আপনি একজন সুন্নি আলেম হয়ে কিভাবে শিয়া মতবাদের পক্ষে কথা বলেন। জবাব নেই।
আর ও অনেক কথায় স্পষ্ট হয়ে গেল জামাতের টাকা খেয়ে কিভাবে নিজেদের বিক্রি করলেন এরা। নয়ত কেমন করে বলেন যে বেপর্দার জন্য মালালাকে গুলি করা হয়েছে এবং তা সঠিক ছিল। আহমেদ শফি যার কাছে দিক্ষা নিয়েছিলেন তিনি বলেছেন জামাত কাদিয়ানিদের চেয়েও জঘন্য। কিন্তু দুর্ভাগ্য শফি কাদিয়ানি নিষিদ্ধের কথা বলেন, জামাত কে নয়। টাকার কাছে যারা নিজেদের বিক্রি করে দেন তারা ভণ্ডামি করেন।
ইসলামের হেফাজত নয়। আল্লাহ্ই এদের বিচার করবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।