কেউই চির কাল বেঁচে থাকবে না, তাই কিছু করতে করতে অথবা করার চেষ্টায় মৃত্যুবরণই শ্রেয়। নব্য গুরুপ খুলিয়াছেন, অথবা পেজ পয়দা করিয়াছেন অকুনে নিজ পোরোফাইলের শ্রীবৃদ্ধি করিবার প্রয়াস পাইয়া স্বীয় হস্তে কভার বানাইবার জন্য যাহাদের অন্তর আকুলি-বিকুলি করিতেছে, তাহাদের বরাবর এই তরিকা পেশ।
১. ইহাই প্রধান এবং সকলাপেক্ষা গুরুত্বপূর্ণ। যেখানেই আপনার কভার যাউক না কেন, রেজলহুশন হইলো ৮৫৪ পীক্সেল গুণন ৩১৮ পীক্সেল। (যুক্তিপূর্ণ মতান্তর: - দয়াপরবশ হইয়া মন্তব্য দেখুন)
১.১ ফটোশপিত করিবার কালে নিউ থেকে পূর্বোক্ত মাপের ফাইল নিন।
নেও লয়ার লইতে ভুলিবেন না।
১.২ এম এস পেইন্ত এ নেও ফইল লইবার পর পোরোপার্টিস পরিবর্তন করিলেই ফতে।
১.৩ যদি অফিশ ০৭ অথবা ১০ থাকে তাহা হইলে রইট ক্লিক থেকে অফিশ দিয়া আপনার বাইডশ্ক্রিণ তসবির খুলিয়া দেখুন। তৎপরে পূর্বোক্ত আকারে আকৃত করুন। কোঢ়প করিতে পারেন দরকারে।
১.৪ পিকাশা দিয়াও আপনার আশা পূর্ণ হইতে পারে। সহজিয়া এফেক্ত্ রহিয়াছে ইহাতে। প্রয়োগে সুফল পাইবেন।
২. আকারে ছোট বা ব্যাকা ত্যাড়া তসবির হইলে ফটোশপ-স্মরণাপন্ন হওয়া ব্যতিত গতি নাই।
এই খানে কয়েক খানা উত্তম রাহা বাতলানো আছে।
কর্মে আসিবে।
আশাকরি আপনার উদ্দেশ ফতে হইবে। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।