নহি দেবী, নহি সামান্যা নারী। কিছু শব্দ আছে যার অর্থ গালি বা নঞর্থকভাবে ব্যবহৃত হলেও অনেকেই অনেক মানে করে থাকেন। কিছু শব্দ আছে আমাদের অতি পরিচিত, কিন্তু এগুলো হয় স্ত্রীবাচক অথবা পুরুষবাচক শব্দ। এদের লিঙ্গান্তর করতে পাচ্ছি না, বা করা যায় না। আবার কিছু শব্দ আছে যেগুলো কোন পুরুষের বিয়ে করা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু সেই পুরুষের পেশায় নিয়োজিত কোন নারীর ক্ষেত্রে সেই পেশার কোন নাম নেই। আমি কিছু শব্দ দিলাম, যার লিঙ্গান্তর প্রয়োজন: সহযোগিতার ভিত্তিতে এডিট করে নিব। স্ত্রীবাচক শব্দ : পুরুষবাচক শব্দ : জেন্ডার সংবেদনশীল শব্দ ১. সতী : ?? : ?? ২. কুলটা : ?? : ?? ৩. অসতী : ?? :?? ৪. সতীন : ?? : ?? ৫. বেশ্যা : ?? : ?? ৬. কলংকীনি : ?? : ?? ৭. নটি : ?? : ?? ৮. নর্তকী : ?? : ?? ৯. খানকী : ?? : ?? ১০. বন্ধ্যা : ?? : ?? ১১. মাগী : ?? : ?? ১২. নার্স : ?? : ?? ১৩. পতিতা : ?? : ?? ১৪. ছিনাল : ?? : ?? পুরুষবাচক শব্দ : স্ত্রীবাচক শব্দ : জেন্ডার সংবেদনশীল শব্দ ১. চেয়ারম্যান : ?? : চেয়ারপারসন ২. জেলে : জেলেনী : ?? ৩. লুচ্চা : ?? : ?? ৪. কৃষক : ?? : ?? ৫. বদমাইশ : ?? : ?? ৬.কিষাণ : কিষাণী : ?? ৭.গৃহস্থ : ?? : ?? ৮. লুল : ?? : ?? একটা ব্যাপার খেয়াল করলাম যে, সমাজে নারীদের প্রতিই বেশি নোংড়া শব্দগুলো ব্যবহৃত হয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।