আমাদের কথা খুঁজে নিন

   

আফজালের লিঙ্গান্তর

© উমায়রা আহমেদ

এই সংখ্যা থেকে 'সাপ্তাহিক ২০০০' পুরনো একটি বিভাগ আবার নতুন করে চালু করেছে। বিভাগটির নাম 'সুচরিতাসু'। পাঠক সুচরিতাসুকে তাঁদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে প্রশ্ন করবেন, আর সুচরিতাসু দেবেন তাঁর সুচিন্তিত পরামর্শ। সুচরিতাসু শব্দটি যে স্ত্রীলিঙ্গ এটা সবাই জানেন। এর পুংলিঙ্গ হচ্ছে 'সুচরিতেষু'। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে, এই বিভাগটি পরিচালনা করবেন একজন নারী। আর তা যদি না হয়, তাহলে যে-পুরুষ বিভাগটি পরিচালনা করবেন, তিনি 'সুচরিতাসু' নামের আড়ালেই থাকবেন। কিন্তু না, বড়ো করে ছবিসহ বিজ্ঞাপন দেয়া হয়েছে, জনপ্রিয় অভিনেতা,নির্মাতা আফজাল হোসেন বিভাগটি পরিচালনা করছেন, তিনিই সুচরিতাসু। পাঠক যখন আফজালকে 'সুচরিতাসু' সম্বোধনে প্রশ্ন করেন তখন তাঁর কেমন লাগে? তাঁর কি একবারও মনে হয় না ব্যাপারটা হাস্যকর? ব্লগবাসীরা মন্তব্য করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।