যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
বুকের গন্ধ আমি বয়ে বেড়াই পথের মোড়ে মোড়ে
বুক!!
নরম, ওমে ভরা, বৃন্ত, মুঠো মুঠো স্পর্শ
স্পর্শে স্পর্শে মাখামাখি তোমার আমার সুখ
কতটা দূরে তোমার বুক
ঠিক কতটুকু গেলে ছুঁতে পারি
দূরত্ব, সময় আর সম্পর্ক পেরিয়ে, এড়িয়ে
লুকিয়ে হারিয়ে
আমরা হতে পারি মুখোমুখি, মাখামাখি
প্রবচনে আছে,
নারীর দরকার অনেকটুকু আশ্রয়
আর সবটুকু গৃহ
বানোয়াট সবই
প্রবচনগুলো মরা মানুষের স্নেহ
আমি তো লুকাতে চাইনা কোথাও
তবে ডুবে যেতে চাই বুকের গন্ধে
আমি দাঁড়িয়ে থাকব ঠিক মাঝ রাস্তায়
মরা মানুষের ভার জমা হতে থাক স্কন্ধে
অতএব এস লিঙ্গান্তর করি
স্নেহগুলো শিশুদের জন্যই তোলা থাক বরং
একটি শয়ন কাব্য থাকুক অলিখিত
হতে চাই আমি তোমার বিছানায়
গন্ধ নেয়া সঙ
যদি তুমি কেবল মানুষ হও
সইতে পারবেনা আমার ভার
যদি কেবল একগুচ্ছো বুক হও
তাহলে হারিয়ে যাবে নির্মোহ হারবার
এস তবে হয়ে উঠি রোদ মাখা জুঁই
পলায়ন ছেড়ে
ঠিক চৌরাস্তায় দাঁড়িয়ে
আমরা বরং, বুকের গন্ধে শুই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।