আমাদের কথা খুঁজে নিন

   

থ্রি ডি ম্যাক্স এ পানি বানানো পানির মতোই সোজা

নিতান্তই আজাইড়া মানুষ আমি। আগের পোষ্টটা ছিলো মর্ফিং নিয়ে। আজ লিখবো পানির ম্যাটেরিয়াল তৈরীর সবচেয়ে সোজা পন্থা নিয়ে। প্রথমে একটা বক্স তৈরী করলাম আগের মতো সিফট চেপে বক্সটা কপি করলাম এবার রোটেশন অপশনে গিয়ে বাকি দুটো দেয়াল তৈরী করলাম। এখানে আমি, এ্যাঙেল স্ন্যাপ টগল টুল টা এ্যাকটিভ করে নিয়েছি যাতে রোটেশনের সময় ১৫ ডিগ্রী করে ঘুরতে পারে।

সহজেই ৯০ ডিগ্রী দেয়াল তুলে দিলাম। এবার কীবোর্ডে "এম" চেপে ম্যাটেরিয়াল অপশন ওপেন করলাম। ডিফিউস কালার ও এ্যাম্বিয়েন্ট কালার নীল রঙ দিলাম। স্পেকুলার লেভেল ৭৬ ও গ্লসিনেস ৪২ দিলাম। একটা ওমনি লাইট বসিয়ে দিলাম।

এবার তৈরী করবো পানির ম্যাটেরিয়াল। এবার ডিফিউস কালার এবং এ্যাম্বিয়েন্ট কালার দুটোই কুচকুচে কালো দিলাম। স্পেকুলার লেভেল ১০১, গ্লসিনেস ৩৯। ম্যাটেরিয়াল এডিটর পেইজেই নিচের দিকে “ম্যাপ” বলে একটা অপশন আছে। ওখানে অনেক হাবিজাবি আছে, তার মধ্যে আমাদের দরকার পড়বে রিফ্লেক্সন এবং বাম্প।

রিফ্লেক্সনে গিয়ে এ্যামাউন্ট ৮০ দিয়ে রেইট্রেইস সিলেক্ট করতে হবে। আর বাম্পে গিয়ে এ্যামাউন্ট ৩০ সিলেক্ট করে নয়েজ সিলেক্ট করলেই হবে। ও আচ্ছা! নয়েজ প্যারামিটারে নয়েজ টাইপ ফ্র্যাক্টাল আর সাইজ ৮ দিতে হবে। তারপর ম্যাটেরিয়ালটা নিচের বাক্সে দিয়ে এমন একটা ইফেক্ট পেলাম। এটা খুব সহজে নয়েজ সাইজ বদলে এ্যানিমেশন করা যায়।

নীল দেয়ালের বদলে সাদা দেয়াল দিলে এমন দেখায়। তার মানে, আশেপাশের রঙগুলো ওর ওপর প্রভাব ফেলে। তো? বানিয়ে ফেলুন থ্রী ডি ওয়াটার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।