আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক পাগলাদের জন্য কিছু পাগলা এক্সটেনশন***

একজন শব্দ শিকারি ফেসবুক এখন আমাদের মৌলিক চাহিদায় পরিনত হয়েছে। কারো সাথে পরিচিত হওয়ার পর আগে তার বাড়ি কোথায় সে কি করে এসব জানতে চাওয়া হত আর এখন জানতে চাওয়া হয় তার ফেসবুক একাউন্ট কোনটি। রাস্তায় এতদিন পাগলদের বিচরন থাকলেও ইদানিং ফেসবুকের কিছু পাগল দেখা যায় যাদেরকে ফেসবুকাগল বলা হয়। ফেসবুকাগলদের মাথায় সব সময় কি স্ট্যাটাস দিতে পারবে কাকে কাকে খোঁচা দিবে তা ঘোরপাক খায়। সেই ফেসবুকাগল মানে ফেসবুক পাগলদের জন্য কিছু এক্সটেনশন দিলাম যা পাগল না হলেও সবাই কাজে লাগতে পারে। ১.যারা ফেসবুকের টাইমলাইন নিয়ে বিরক্ত আছেন তাদের জন্য Facebook Timeline Remover & Disable ২. আপনি প্রতিদিন ফেসবুকের পিছনে কত সময় ব্যয় করছেন তা জানার জন্য এটি Time spend on Facebook ৩.আপনি যদি একসাথে অনেকগুলো ফেসবুক একাউন্ট চালাতে চান তাহলে আপনার জন্য এটি Facebook Multiple Accounts Switcher ৪. সব খোঁচা খোঁচি শেষ হবে এক ক্লিকেই Poke All ৫. ফেসবুকে ডান পাশের বিজ্ঞাপন বন্ধ করতে হলে এটি commercial ads blocker ৬. ফেসবুকের ডান পাশের টিকার বন্ধ করতে হলে এটি Facebook News Ticker Remover ৭. ফেসবুকের সব নোটিফিকেশন জানিয়ে দিবে আপনাকে Facebook Notifications *** এই এক্সটেনশন গুলো শুধু মাত্র গুগল ক্রোম ওয়েব ভ্রাউজারের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.