আমাদের কথা খুঁজে নিন

   

##Quran is The Complete Code of Life.##

সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। বিদ্আত থেকে দূরে থাকুন এবং আল্লাহ ও তাঁর রসুলের বিধানকে অনুসরণ করুন। রাসুল (সাঃ) বিদায় হাজ্জে বলেনঃ আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখ তাহলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবেনা। তা হচ্ছে- ১। আল্লাহ্‌র কুরআন।

২। রাসুলের সুন্নাহ। কিন্তু আল্লাহ্‌র কুরআন আমরা আঁকড়ে ধরা তো দুরের কথা সারা বছরে একবার ছুঁয়েও দেখি না। তাহলে আমরা বিদ্আতে জড়াবো না তো কারা জড়াবে? কারা... পথভ্রষ্ট হবে? আল্লাহ্ তায়ালা বলেনঃ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। [ সুরা বাকারাঃ ২] তাহলে এই কিতাবই তো আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবার পথ দেখাবে।

অনেকেই ভাবে কুরআন তিলাওয়াত করলেই মনে হয় বিদ্আত থেকে বাচা যাবে। কিন্তু আরবি কুরআন তিলাওয়াত করলে কোনো লাভ হবে না। কুরআনের অর্থ বুঝতে হবে। বুঝতে হবে আল্লাহ্ আমাদের কি বলছেন। আমরা যে কোনো সমস্যায় পড়লেই বিভিন্ন পীর, ইমাম, মুফতী, মাওলানার কাছে যাই সমাধান জানার জন্য।

কিন্তু এটা চিন্তা করি না যে কুরআন পড়লেই তো আমি সব জানতে পারছি। কুরআন কি শুধু পীর, ইমাম, মুফতী, মাওলানাদের পড়ার জন্য নাজিল হয়েছে? মনে রাখবেন এই কুরআন-ই হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। ##Quran is The Complete Code of Life.## ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।