আমাদের কথা খুঁজে নিন

   

চোর শালা কাইলকা আমার মোবাইলটা মেরে দিয়েছে... আরেকটা কিন্মু.. কি কিনমু বুচ্তার্তাচিনা...

এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... গতকাল অফিস থেকে বিশেষ একটা কাজে শিশু মেলার দিকে যাচ্ছিলাম। কোন মতে ৬ নং বাসে করে বাংলামটর থেকে ফার্মগেট পর্যন্ত গেছি। ফার্মগেটে আনন্দ সিনেমা হলের পাশে পুরা ৩০ মিনিট দাড়ায়া আছি। হাজার হাজার বাস আসে কিন্তু কোনটাই খালি নাই। শালার সিএনজি গুলা মনে হয় ঐসময়ে হরতাল কর্ছিল ।

যাউগ্গা অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে আসলো ঢাকার সবচেয়ে বাজে বাস বলে খ্যাত ৮ নং গাড়ি। যদিও তেমন একটা জায়গা ছিলনা। কিন্তু কিছু যাত্রী ফার্মগেটে নামাতে ভাবলাম এবার হয়তো উঠা যাবে। মৌমাছির মত পুরা একঝাক মানুষ বাসের পিছনে দৌড়ানো শুরু কর্লাম। আমার পিছনে একজন মা তার ৮/১০ বছরের একটা বাচ্চাকে নিয়েও দৌড়াচ্ছিল।

খুব মায়া লাগছিল দেখে। দৌড়ানোর সময়ও আমার হাতটা মোবাইলের সাথেই ছিল। বাসের দরজার কাছে গিয়ে মহিলা ও তার বাচ্চাটাকে উঠার সুযোগ করে দিতে যখনই হাতটা বের করে বাসের দরজার হাতল ধরেছি অমনি চোর দোস্ত মোবাইলটা মেরে দিয়েছে। বাসে উঠে পকেটে হাত দিয়ে দেখি পকেট পুরাই পাঙ্খা যখনই হাতের কাছে বন্ধুর একটা মোবাইল পাইলাম আগে জান্টুশকে মেসেজ দিলাম Janu, amar phn e call dio na and rcv koiro na…. (আরো অনেক কিছু লিকচিলাম) যাউগ্গা খুব একটা দুঃখ পাইনাই পুরা ৬/৭ বছর ঢাকায় আসার পর এইটাই আমার প্রথম মোবাইল হারালো। আমাদের বন্ধুদের কম করে হলেও কারো কারো ৬/৭ বার হারিয়েছে।

যাউগ্গা এখন একটা মোবাইল কিনবো। বাজেট ২৫০০/২৬০০/২৭০০ টাকা একটু একটু চয়েস micromax/symphony এর যে কোন একটি মডেল আপনারা একটু পরার্মর্শ দিনতো কোনটা কিনুম... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।